শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বাঁদরকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ল বাঘ! কীভাবে প্রাণে বাঁচল বাঁদরটি? দেখুন ভিডিও

০৫:০৮ পিএম, মার্চ ২৭, ২০২১

বাঁদরকে আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ল বাঘ! কীভাবে প্রাণে বাঁচল বাঁদরটি? দেখুন ভিডিও

আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কোনও বিষয়ই বেশ ভাইরাল হয়ে উঠছে। বিশেষ করে তা যদি পশু-পাখি সংক্রান্ত কিছু হয়, তাহলে তো আর কথাই নেই। নিমেষের মধ্যেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করছে সেগুলি। কারণ বন্যজীবন বিষয়ক ভিডিওগুলি বেশ আকর্ষণীয়ই বটে! তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও যা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা।

ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন ভারতীয় বন বিভাগের কর্মকর্তা প্রবীণ অ্যাঙ্গুস্বামী। সেখানে দেখা যাচ্ছে, একটি গাছের ডালে বসে রয়েছে একটি বাঁদর। ঠিক তার ওপরেই গাছের আরেকটি শাখায় দাঁড়িয়ে একটি বাঘ। বাঁদরটিকে দেখে তৎক্ষনাৎ সে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। কিন্তু তারপর কী ঘটল? কীভাবে রক্ষা পেল বাঁদরটি? নাকি সে বাঘটির খাদ্যেই পরিণত হল?

[embed]https://twitter.com/PraveenIFShere/status/1374209709268365314?s=20[/embed]

নাহ, ভয়াবহ কাণ্ড কিছুই ঘটেনি! বরং যা ঘটেছে তা অত্যন্ত মজাদার। বাঘটিকে কাছাকাছি আসতে দেখেই কয়েক সেকেন্ডের মধ্যে লাফ দিয়ে পালিয়ে যায় বাঁদরটি। আর বাঘ বেচারা তখন ঝাঁপ দিয়ে বিফল চেষ্টায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ইতিমধ্যেই সেই ভিডিওটির প্রায় ১০ হাজারের বেশি ভিউ হয়ে গিয়েছে। লাইক, কমেন্টের সংখ্যাও অজস্র। বাঘ বাবাজির এই কাণ্ডকারখানা দেখে হাসি-মজাতেও মজেছেন নেটজনতা।

[embed]https://twitter.com/ansari_sin/status/1375277073867010055?s=20[/embed] [embed]https://twitter.com/raj_tickoo/status/1375351031828115458?s=20[/embed] [embed]https://twitter.com/bikash63/status/1374716582409035779?s=20[/embed]