শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বুধবার প্রকাশিত হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা

০৯:১৭ এএম, মার্চ ২, ২০২১

বুধবার প্রকাশিত হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা

বুধবার অর্থাৎ আগামীকাল প্রকাশিত হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা। দলীয় সুত্রে খবর তেমনটাই। এবারের তালিকায় প্রায় ৯৪ জন নতুন মুখ তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে। জানা গেছে ইতিমধ্যেই তৃণমূলের ২৯৪ জনের প্রার্থী তালিকা তৈরি হয়েছে।কালীঘাটে তৃণমূলের নির্বাচন কমিটির বৈঠক হয়। ওই বৈঠকেই প্রাথমিক তালিকা তৈরি হয়েছে।

সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী তালিকায় সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের দেখা যাবে। তবে, তৃণমূলের প্রার্থী তালিকায় তরুণ মুখ এবং স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, এই নীতি মেনে প্রার্থী তালিকা তৈরি করতে গিয়ে একাধিক হেভিওয়েট নেতাদের নামও প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারে। আবার বর্তমান অনেক মন্ত্রী, বিধায়কের কেন্দ্রও বদল হতে পারে। এদিনের বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও হাজির ছিলেন দলের শীর্ষ নেতারা।

নির্বাচনী কমিটির ১২ জন সদস্য উপস্থিত ছিলেন সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ছিলেন ওই বৈঠকে। যদিও গোটা বৈঠকে ছিলেন না তিনি। বৈঠক থেকে বেরিয়ে নবান্নে চলে যান। ভোটের দিন ঘোষণার পরেই ১২ জনের নির্বাচন কমিটি গঠন করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কমিটিতে আছেন সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সৌগত রায় প্রমুখ। এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকবে বলাই বাহুল্য।