শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

১৫-র পর ১৬ তেও মিলল না অনুমতি! 'ইয়ে ডর হামে আচ্ছা লাগা', কটাক্ষ অভিষেকের

১০:৪৬ পিএম, সেপ্টেম্বর ১৩, ২০২১

১৫-র পর ১৬ তেও মিলল না অনুমতি! 'ইয়ে ডর হামে আচ্ছা লাগা', কটাক্ষ অভিষেকের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ চলতি মাসের ১৫ তারিখ ত্রিপুরার আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ছিল। সেই পদযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে ত্রিপুরা পুলিশ।

এদিকে, ১৫ সেপ্টেম্বর পদযাত্রা বাতিল হওয়ার পর, পরের দিন ১৬ তারিখ কর্মসূচির দিন স্থির করে তৃণমূল। কিন্তু ওইদিনও পদযাত্রার অনুমতি দেওয়া হল না। এই ঘটনায় এবার বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করলেন। টুইটে তিনি বলেন, ‘ইয়ে ডর হামে আচ্ছা লগা!’

চলতি সপ্তাহে বুধবার দুপুর ২ টোর সময় আগরতলায় পদযাত্রা করার কথা ছিল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই পদযাত্রায় তৃণমূলের প্রথম সারির নেতাদের পাশাপাশি শিল্প, ক্রীড়া, সংস্কৃতি জগতের বহু মানুষ অংশ নেবেন বলেও জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু পদযাত্রার অনুমতি মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে, ওই একই দিনে একই রুটে, একই সময়ে অন্য একটি দলের কর্মসূচি রয়েছে। তাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারির সুরে এও বলা হয় যে, এই নির্দেশ অমান্য করলে, কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

এরপরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, কর্মসূচি হবে ১৬ সেপ্টেম্বর। কিন্তু সেই আবেদনও প্রত্যাখ্যান করেছে ইতিমধ্যেই ত্রিপুরা পুলিশ। তাঁদের তরফ থেকে এর কারণ হিসেবে বলা হয় যে, ‘১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। ফলে আইনশৃঙ্খলার কারণে অমুমতি দেওয়া সম্ভব নয়।’ এ প্রসঙ্গে ত্রিপুরা পশ্চিমের এসপি মানিক দাস জানিয়েছেন, ১৭ তারিখ বিশ্বকর্মা পুজো। তবে, ১৬ তারিখ থেকেই ত্রিপুরায় পুজো শুরু হয়ে যায়। ধুমধাম করেই প্রায় প্রতিটা মোড়েই পুজো হয় এখানে। পুলিশকর্মী-সহ অনেকেই পুজোয় শামিল হন। ফলে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন থাকে। তাই ১৬ তারিখ তৃণমূল কর্মসূচির পরিকল্পনা করলে নিরাপত্তার সমস্যা দেখা দিতে পারে। সেই কথা ভেবেই অনুমতি দেওয়া হচ্ছে না।

এরপরই ত্রিপুরা পুলিশের দুটি চিঠি টুইট করে বিপ্লব দেবের সরকারকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘মৃত্যুভয় চেপে ধরেছে বিজেপিকে। সর্বশক্তি দিয়ে আমাকে ত্রিপুরায় ঢুকতে বাধা দিতে মরিয়া হয়ে উঠেছেন বিপ্লব দেব। চেষ্টা চালিয়ে যান, তবে আটকাতে পারবেন না। আপনার ভয় বলে দিচ্ছে প্রশাসনে থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। সত্য প্রকাশ পাবেই।' এরপরেই তিনি কটাক্ষের সুরে বলেন, ‘ইয়ে ডর হামে আচ্ছা লগা!’

https://twitter.com/abhishekaitc/status/1437432256260292613

তৃণমূল সূত্রের খবর, এর একটা শেষ দেখতে চাইছে নেতৃত্ব। তার ইঙ্গিত দিয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটারে লিখেছেন, ‘এতটাই ভয় যে ১৫/৯ তারিখে ত্রিপুরার পদযাত্রায় হাস্যকর যুক্তিতে নিষেধ করার পর ১৬/৯ তারিখেও আপত্তি করল ভীত বিজেপির পুলিশ। প্রমাণিত, তৃণমূলই এখানে প্রধান প্রতিপক্ষ। তাদের নিয়েই বিজেপির মাথাব্যথা। এভাবে ঠেকানো যাবে না। পরবর্তী পদক্ষেপ তৃণমূল মঙ্গলবার জানাবে।’