বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নজরে ত্রিপুরা! অভিষেকের পর এবার ত্রিপুরা সফরে কুণাল ঘোষ

০৮:০১ এএম, আগস্ট ৪, ২০২১

নজরে ত্রিপুরা! অভিষেকের পর এবার ত্রিপুরা সফরে কুণাল ঘোষ

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ত্রিপুরা সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ত্রিপুরা। আক্রান্ত হয়েছিলেন অভিষেক। তাঁকে বিভিন্ন জায়গায় বিজেপির বাধার মুখে পড়তে হয়েছে। শুধু অভিষেকই নন, বিজেপিশাসিত পড়শি রাজ্যে গিয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে রাজ্যের শাসকদলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহাদেরও।

এবার ত্রিপুরার বিপ্নব দেবের সরকারের উপর চাপ আরও বাড়াতে পড়শি রাজ্যে যাবেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার ৮ টি জেলার প্রতি ব্লকে আগামী দেড় মাসের মধ্যেই সংগঠন তৈরির চ্যালেঞ্জ নিয়েছে, তাই সেই লক্ষ্যকে পূরণ করার দায়িত্ব অনেকটাই এসে পড়েছে কুণাল ঘোষের উপর।

উল্লেখ্য, ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনাটি জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি সমবেদনার হাওয়া তুলে, স্থানীয়দের মন পাওয়ার চেষ্টাও করছে। আর সেই কাজকে বাস্তবে রূপ দিতেই ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহারা। সূত্রের খবর, আজই তাঁদের সঙ্গে দেখা করবেন কুণাল ঘোষ। এই সংক্রান্ত বিষয়ে আলোচনাও করবেন। পাশাপাশি দেখা করবেন ত্রিপুরার স্থানীয় নেতাদের সঙ্গেও। এদিকে, আগামী দু’সপ্তাহ পরই ফের ত্ত্রিপুরা যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেকের পরবর্তী সফরের আগে কাজ কিছুটা এগিয়ে রাখতে উদ্যোগী হয়েছেন কুণাল ঘোষেরা।

ত্রিপুরা সফর থেকে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিলেন অতিথি দেব ভব। এই বক্তব্যের নমুনা পেলাম। ত্রিপুরার মানুষের উপর ছেড়ে দিয়েছি। তাঁরাই জবাব দেবেন। বিজেপি নেতারা দিল্লি থেকে গিয়ে বারবার বাংলার গণতন্ত্র নিয়ে গোলা ফাটান, তাঁরা ত্রিপুরার গণতন্ত্র দেখুন আগে।’

এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন। কেন্দ্রের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা। তবে তার আগেই বিধানসভা নির্বাচন রয়েছে ত্রিপুরায়। তাই এই নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চায় তৃণমূল কংগ্রেস। এই রাজ্য থেকেই সেই বিশাল কর্মযজ্ঞ শুরু করতে চায় তৃণমূল কংগ্রেস।

ত্রিপুরা সফরে গিয়ে আক্রান্ত হওয়ার পর, সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘ত্রিপুরায় বিজেপির খেলা শেষ হবে দেড় বছরের মধ্যে। তৃণমূল এখানে উন্নয়নের সরকার গঠন করবে।’ তাই আপাতত কুণাল ঘোষ-সহ সব নেতাদের কাছেই ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতাচ্যুত করার সময়সীমা ঠিক ‘দেড় বছর’।