বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মুখ্যমন্ত্রীর আহত হওয়ার প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস

০৮:৪২ এএম, মার্চ ১২, ২০২১

মুখ্যমন্ত্রীর আহত হওয়ার প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় আজ শুক্রবার প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার দাবিতে শুক্রবার বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত গোটা রাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লকে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

একইসঙ্গে এই ঘটনায় শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। সৌগত রায়, ডেরেক ও'ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, শান্তনু সেন, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়রা জাতীয় নির্বাচন কমিশনে লিখিত প্রতিবাদ জানাবেন বলে এদিন জানিয়েছেন পার্থবাবু।

এদিন সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, 'এই ঘটনার দায় পুলিশের থেকেও বেশি করে নির্বাচন কমিশনের। কেন মুখ্যমন্ত্রীকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া গেল না? তাই নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা এবং নেত্রীর উপরে হামলার প্রতিবাদে শুক্রবার কালো পতাকা নিয়ে মৌন মিছিল করা হবে। রাজ্যের সর্বত্র এই কর্মসূচি পালন করা হবে।'