শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

'জোট হলেও জিতবে তৃণমূলই', দাবি সৌগত রায়ের

০৯:৪৬ এএম, ফেব্রুয়ারি ১৭, ২০২১

'জোট হলেও জিতবে তৃণমূলই', দাবি সৌগত রায়ের
রাজ্য জুড়ে বেজে গিয়েছে নির্বাচনের দামামা। নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোর অন্দরে শুরু হয়ে গিয়েছে নির্বাচনের প্রস্তুতি। এরই মাঝে বর্তমান রাজনৈতিক তরজা। ফের তৃণমূল বিরোধী দল গুলিকে কটাক্ষ করে 'জোট হলেও জিতবে তৃণমূলই' মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। এই প্রসঙ্গে সৌগত রায় আরও বলেন, 'এতে আমাদের কিছু আসে যায় না। ওদের উভয়ই খুব দুর্বল হয়ে গিয়েছিল। ওরা একে অপরকে ধরে বাঁচবার চেষ্টা করছে। তাও ওরা দুর্বল। তৃণমূল জিতবে। দ্বিতীয় হবে বিজেপি। তৃতীয় হবে বাম-কংগ্রেস'। এরপরেই সৌগত রায়কে কটাক্ষ করে বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আরও বলেন, 'আমরা এটা প্রথম থেকেই বলে আসছিলাম। এটা আজ প্রমাণিত হল। আব্বাস সিদ্দিকির দল যার পিছনে আছে মিম। এরা এক হাতে ধরে থাকবে তৃণমূলকে, আর এক হাতে ধরে থাকবে আব্বাস সিদ্দিকিকে। সকলেরই লক্ষ্য বিজেপির হারানো। বিজেপি তার জন্য প্রস্তুত আছে'।