বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

পিএসি চেয়ারম্যান মুকুল রায়! প্রতিবাদে ছক কষে রণকৌশল তৈরি করে ময়দানে বিজেপি

০২:২৪ পিএম, জুলাই ১২, ২০২১

পিএসি চেয়ারম্যান মুকুল রায়! প্রতিবাদে ছক কষে রণকৌশল তৈরি করে ময়দানে বিজেপি

সদ্যই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুকুল রায়৷ বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পরে বিধানসভা অধিবেশনের শেষ দিনে পিএসি-র চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণা করেন বিধানসভার অধ্যক্ষ। কিন্তু তারপরই তোলপাড় হয়ে উঠছিল বিধানসভা। মুকুল রায়ের পি এস সি চেয়ারম্যান হওয়ার বিরোধিতা করে বিজেপি অধিবেশন থেকে ওয়াক আউটও করে। প্রতিবাদে সরব বিরোধী হয়েছিলেন দলনেতা শুভেন্দু অধিকারীও।

এরপরই প্রশ্ন উঠেছিল, বিজেপির পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে? গেরুয়া শিবির কি নতুন কোনও রণকৌশল সাজাচ্ছেন? শোনা যাচ্ছে, সে কথাই সত্যি হতে চলেছে। সূত্রের খবর, মুকুলকে পিএসসি চেয়ারম্যান করার প্রতিবাদে এবার ছক কষে ময়দানে নামতে চলেছে বিজেপি। সেই অনুযায়ী তৈরি হয়ে গিয়েছে রণকৌশলও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী কাল থেকেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে পথে নামবে বিজেপির বিধায়করা।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বিধানসভায় নিজের ঘরে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী৷ সেখানে কথাবার্তা-আলোচনা চলবে। এরপর বিজেপির বিধায়করা মুকুলকে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে বিধানসভার বাকি ৯ কমিটির চেয়্যারম্যান পদ থেকে গণ ইস্তফা দেবেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে সেই ইস্তফাপত্র। বিভিন্ন কমিটির চেয়্যারম্যানরা একইসঙ্গে ইস্তফা দিয়ে প্রতিবাদ জারি রাখবেন।

শুধু তাই নয়! এরপর রাজভবনেও যাবেন বিজেপি বিধায়করা৷ দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন তাঁরা। রাজ্যপালের কাছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে অভিযোগও জানাবেন। বোঝাই যাচ্ছে, বেশ আঁটঘাট বেঁধে, ছক সাজিয়েই প্রতিবাদের তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি।