শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আজ রাজ্যে নির্বাচনী প্রচারে অমিত শাহ, ৪ জায়গায় রয়েছে রোড-শো, উত্তরবঙ্গে প্রচারে মমতা

০৯:২৭ এএম, এপ্রিল ৭, ২০২১

আজ রাজ্যে নির্বাচনী প্রচারে অমিত শাহ, ৪ জায়গায় রয়েছে রোড-শো, উত্তরবঙ্গে প্রচারে মমতা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ তৃতীয় দফার ভোট শেষ হয়েছে সদ্যই। এবার পালা চতুর্থ দফার ভোটের। যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চতুর্থ দফায় ৪ জেলার মোট ৪৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

১০ এপ্রিল চতুর্থ দফায় ভোটগ্রহণ হবে মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা।

এদিকে চতুর্থ দফার ভোটের আগে আজ ফের একবার রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চার জায়গায় তিনি রোড-শো করবেন। প্রথম রোড শো সিঙ্গুরে। দ্বিতীয়টি ডোমজুড়ে। তৃতীয় রোড শো মধ্য হওড়ায়। আর শেষ রোড শো বেহালা পূর্বে। অন্যদিকে, আজ উত্তরবঙ্গে জোড়া সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সভা কোচবিহার এবং দ্বিতীয়টি শীতলকুচিতে। পরে সেখান থেকে ফিরে কলকাতাতেও আরও দুটি সভায় অংশগ্রহণ করবেন তিনি। প্রথমে সভা যাদবপুরে আর দ্বিতীয়টি টলিগঞ্জে।

উল্লেখ্য, বিভিন্ন জায়গায় দিনভর বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সম্পন্ন হল বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। গতকাল বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৮ শতাংশ।