শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সুখবর! দাম কমলো সোনার, কত হলো জেনে নিন

১২:৩০ পিএম, এপ্রিল ২৮, ২০২১

সুখবর! দাম কমলো সোনার, কত হলো জেনে নিন

সোনা ও রুপোর প্রতি কমবেশি সকলেই আকৃষ্ট হন। আজকে যদি কেউ সোনার গয়না তৈরি করতে দিতে চান,বা কিনতে যান তাহলে অবশ্যই কোনো দোকানে বা শোরুমে যাবার আগে এই পোস্ট থেকে check করে নিন পাকা সোনা ও গয়না সোনা ও হলমার্ক সোনার দাম কত চলছে।

খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে বিয়ের মরশুম ৷ যে কারণে এই সময় সোনা ও রূপ কেনার চাহিদা বেড়ে চলেছে বাজারে ৷ আপনিও এরকম পরিকল্পনা করে থাকলে আপনার জন্য সুখবর ৷ কারণ এবার আপনি সোনা কিনতে পারবেন সস্তায় ৷ এবছর বিয়ের মরশুমে সোনার দাম কমতে পারে বলে জানা যাচ্ছে ৷

কলকাতার বাজারে আজ ২২ ক্যারেট সোনার (22 caret gold) দাম বেড়েছে। আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হলো ৪৪৭৯ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৫৮৩২ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৪৭৯০ টাকা, ১০০ গ্রাম সোনার গ্রাম ৪৪৭৯০০ টাকা৷

কলকাতায় ২৪ ক্যারেট সোনার(24 caret gold) ১ গ্রামের দাম ৪৫৭৯ টাকা, ৮ গ্রামের দাম ৩৬৬৩২ টাকা, ১০ গ্রামের দাম ৪৫৭৯০ টাকা, ১০০ গ্রামের দাম ৪৫৭৯০০।

আজ রুপোর দাম প্রতি গ্রাম ৬৯ টাকা। প্রতি ৮ গ্রাম ৫৫২ টাকা। প্রতি ১০ গ্রাম ৬৯০ টাকা । প্রতি ১০০ গ্রামে ৬৯০০ টাকা। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬৯০০০ টাকা হয়েছে।