শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আজকের সোনা-রুপো, পেট্রোল-ডিজেল ও গ্যাসের দাম কত চলছে, দেখে নিন

০৭:৫০ এএম, মে ১০, ২০২১

আজকের সোনা-রুপো, পেট্রোল-ডিজেল ও গ্যাসের দাম কত চলছে, দেখে নিন

কয়েকদিন ধরেই নিম্নমুখী হলুদ ধাতুর দাম । সোনা ও রুপোর প্রতি দুর্বলতা বেশিরভাগ মানুষের মধ্যেই কমবেশি থাকে। তাই আজকে যদি কেউ সোনার গয়না তৈরি করতে দিতে চান, তাহলে কোনো দোকানে বা শোরুমে যাবার আগে একনজরে দেখে নিন পাকা সোনা ও গয়না সোনা ও হলমার্ক সোনার দাম কত চলছে।

প্রত্যেকেই আরো কিছুটা দাম কমার প্রতীক্ষা করছেন। তবে ব্যবসায়ীদের মতে জিএসটি তে আরো কিছুটা ছাড় পাওয়া গেলে সামগ্রীক ভাবে উপকৃত হবে সোনার ব্যবসা। লকডাউনের পরে সোনার দাম অগাস্ট ২০২০-এ সব থেকে বেশি হয়েছে ৷ করোনা ভ্যাকসিনের টিকাকরণের পর থেকে প্রিয় ধাতুর দামে ক্রমশই ওঠাপড়া করছে ৷ গত কয়েক দিনে পেট্রোল ও ডিজেলের দামে ব্যাপক পরিবর্তন এসেছে, তরতড়িয়ে বেড়ে চলেছে দাম। এখন তা কিছুটা স্থিতিশীল।

কলকাতার বাজারে আজ ২২ ক্যারেট সোনার দাম (22 caret gold)। আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হলো ৪৪৯১ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৫৯২৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৪৯১০ টাকা, ১০০ গ্রাম সোনার গ্রাম ৪৪৯১০০ টাকা ৷

কলকাতার বাজারে আজ ২৪ ক্যারেট সোনার দাম (24 caret gold)। কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৫৯১ টাকা, ৮ গ্রামের দাম ৩৬৭২৮ টাকা, ১০ গ্রামের দাম ৪৫৯১০ টাকা, ১০০ গ্রামের দাম ৪৫৯১০০।

কলকাতার বাজারে আজ রুপোর দাম (Silver price)। আজ রুপোর দাম প্রতি গ্রাম ৭১.৫০ টাকা। ফলে ১ কেজিতে রুপোর দাম ৭১৫০০ টাকা। প্রতি কেজিতে ১৭০০ টাকা দাম বেড়েছে।

আজ কলকাতার বাজারে পেট্রোলের দাম লিটার প্রতি ৯১.৪১ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৮৪.৫৭ টাকা। রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডার (১৪.২ কেজি) ৮৩৫.৫০ টাকা।