মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আজকের সোনা-রুপো, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজারদর কত চলছে জেনে নিন

০৭:৫০ এএম, নভেম্বর ৩০, ২০২১

আজকের সোনা-রুপো, পেট্রোল-ডিজেল ও গ্যাসের বাজারদর কত চলছে জেনে নিন

কয়েকদিন ধরেই উর্ধমুখী হলুদ ধাতুর দাম । সোনা ও রুপোর প্রতি দুর্বলতা বেশিরভাগ মানুষের মধ্যেই কমবেশি থাকে। তাই আজকে যদি কেউ সোনার গয়না তৈরি করতে দিতে চান, তাহলে কোনো দোকানে বা শোরুমে যাবার আগে একনজরে দেখে নিন পাকা সোনা ও গয়না সোনা ও হলমার্ক সোনার দাম কত চলছে।

প্রত্যেকেই আরো কিছুটা দাম কমার প্রতীক্ষা করছেন। তবে ব্যবসায়ীদের মতে জিএসটি তে আরো কিছুটা ছাড় পাওয়া গেলে সামগ্রীক ভাবে উপকৃত হবে সোনার ব্যবসা। লকডাউনের পরে সোনার দাম অগাস্ট ২০২০-এ সব থেকে বেশি হয়েছে ৷ করোনা ভ্যাকসিনের টিকাকরণের পর থেকে প্রিয় ধাতুর দামে ক্রমশই ওঠাপড়া করছে ৷ গত কয়েক দিনে পেট্রোল ও ডিজেলের দামে ব্যাপক পরিবর্তন এসেছে, তরতড়িয়ে বেড়ে চলেছে দাম। এখন তা কিছুটা স্থিতিশীল।

কলকাতার বাজারে আজ ২২ ক্যারেট সোনার (22 caret gold) দাম বেড়েছে। আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হলো ৪৭২০ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৭৭৬০ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৭২০০ টাকা, ১০০ গ্রাম সোনার গ্রাম ৪৭২০০০ টাকা৷

কলকাতায় ২৪ ক্যারেট সোনার(24 caret gold) ১ গ্রামের দাম ৪৯৯০ টাকা, ৮ গ্রামের দাম ৩৯৯২০ টাকা, ১০ গ্রামের দাম ৪৯৯০০ টাকা, ১০০ গ্রামের দাম ৪৯৯০০০।

আজ রুপোর দাম প্রতি গ্রাম ৬২.৭০ টাকা। প্রতি ৮ গ্রাম ৫০১.৬০ টাকা। প্রতি ১০ গ্রাম ৬২৭ টাকা । প্রতি ১০০ গ্রামে ৬২৭০ টাকা। ফলে ১ কেজিতে রুপোর দাম ৬২৭০০ টাকা হয়েছে।

আজ কলকাতার বাজারে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৪.৬৭ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৭৯ টাকা। রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডার (১৪.২ কেজি) ৯২৬ টাকা।