শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আজ বিধানসভায় সুব্রত-স্মরণে

১০:০২ এএম, নভেম্বর ৮, ২০২১

আজ বিধানসভায় সুব্রত-স্মরণে
রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে। আজ তাঁর স্মৃতির উদ্দেশে বিধানসভায় এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই স্মরণ সভায় বিরোধী দলের বিধায়করাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সুব্রতর প্রয়াণে স্পিকারের শোক প্রস্তাব ছাড়াও একটি পৃথক প্রস্তাব এনে সদ্য প্রয়াত এই বর্ষীয়ান মন্ত্রীর বিষয়ে আলোচনার পরিকল্পনা করছে তৃণমূলের পরিষদীয় দল। বিশেষ আলোচনা পর্ব চলতে পারে ১ থেকে ২ ঘণ্টা পর্যন্ত।সরকারপক্ষ সুব্রতকে নিয়ে আলোচনা-পর্বের পরিকল্পনা করায় বিজেপি তাতেও অংশ নিতে পারে। এদিকে, আজ বিধানসভায় পেট্রো পণ্যের ভ্যাট কমানো নিয়েও সরব হতে পারে বিজেপি। এদিন শোক সভা পালনের পর বিধানসভা মুলতুবি হয়ে যেতে পারে। তার পরে বিধানসভা প্রাঙ্গণে বিক্ষোভে অংশগগ্ৰহণ করার কথা বিজেপির দলীয় বিধায়কদের। আর যদি অধিবেশন মুলতুবি না হয় তাহলে অধিবেশন কক্ষেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে সর্ব হবেন গেরুয়া শিবিরের বিধায়করা।