বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

আজ একদিনের বিধানসভা অধিবেশন! তবে অনুপস্থিত থাকবে বিজেপি বিধায়করা

০৯:০০ এএম, মে ৮, ২০২১

আজ একদিনের বিধানসভা অধিবেশন! তবে অনুপস্থিত থাকবে বিজেপি বিধায়করা

আজ শনিবার করোনা পরিস্থিতিতে একদিনের জন্য বিধানসভা অধিবেশন বসতে চলেছে। এই অধিবেশন রাজ্যপাল জগদীপ ধনকর ডেকেছেন বলেই সূত্রের খবর। মূলত, আজকের অধিবেশনে বিধানসভার স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি আজ নবনির্বাচিত বিধায়কদের আসল শংসাপত্র নিয়ে আসতে বলা হয়েছে।

জানা যাচ্ছে, এদিন অধ্যক্ষ নির্বাচনের পরে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যাবে বিধানসভা অধিবেশন। জুনের শেষে বা জুলাইয়ের গোড়ায় অধিবেশন বসতে পারে আবার। তখন সেখানেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নতুন অর্থমন্ত্রী।

তবে নজিরবিহীন ভাবে এদিনের অধিবেশনে থাকবেন না বিজেপি বিধায়করা। গতকালই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, বিধানসভা অধিবেশন বয়কট করছেন তারা। মূলত, রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফে। যতদিন না পর্যন্ত রাজ্যে হিংসা বন্ধ হচ্ছে, ততদিন বিধানসভার অধিবেশন বয়কট করবেন বিজেপি বিধায়করা।

প্রসঙ্গত, একুশের বঙ্গযুদ্ধে ৭৭টি আসন পেয়ে বিধানসভায় এবার বিজেপিই বিরোধী।