IPL 2020খেলার দুনিয়া

আইপিএলে আজ টক্কর চেন্নাই বনাম দিল্লির

নিজস্ব সংবাদদাতাঃ আজ আইপিএল এর সপ্তম ম্যাচে নামতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে জিতে বেশ চনমনে মেজাজে রয়েছে দিল্লি ক্যাপিটালস অপরদিকে গত ম্যাচে রাজস্থানের কাছে হেরে এই ম্যাচে নামছে ধোনিরা। তাই আজকের ম্যাচ যে দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্য়াপিটালসের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। এখনও পর্যন্ত আইপিএলে ২২ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৫ বার জিতেছে সিএসকে। ৬ বার জিতেছে দিল্লি। ২০১৯ সালের আইপিএলের প্লে-অফে শেষ বার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। ৬ উইকেটে ওই ম্যাচ জিতেছিলেন এমএস ধোনিরা। তার আগে ওই আইপিএলের লিগ ম্যাচে সিএসকে-র কাছে ৮০ রানে হেরেছিল শ্রেয়স আইয়ারের দল।

আজকে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশের মধ্যে আছেঃ মুরলি বিজয়, শেন ওয়াটসন, ফ্যাফ ডু’প্লেসি, আম্বাতি রায়াডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, সাম কুরন, রবীন্দ্র জাদেজা, লুঙ্গি এনগিরি, দীপক চাহার, পীযূষ চাওলা।

ব্যাটিংয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের প্রধান ভরসা। পাশাপাশি আম্বাতি রায়ডু, শেন ওয়াটসন, কেদার যাদব সিএসকে-র ব্যাটিং বিভাগের অন্যতম শক্তি। এদিকে বোলিং দীপক চাহার, অভিজ্ঞ পীয়ূষ চাওলা চেন্নাইয়ের অন্যতম ভরসা। অল রাউন্ডার হিসেবে রয়েছে রবীন্দ্র জাদেজা, স্যাম কারান।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশের মধ্যে আছেঃ পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শিমরন হেটমায়ার, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, মার্কস স্টাইনিস, অক্ষর পাটেল, নটরাজ, রবীচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, মোহিত শর্মা।

তবে ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেন অধিনায়ক শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ । পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের বোলিংয়ে ভরসা স্তম্ভ কাগিসো রাবাডা ও রবিচন্দ্রণ অশ্বিন। অল রাউন্ডার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন.

Back to top button