শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

টিকাকরণের একশো কোটির মাইল ফলক পেরোনোর পরের দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ মোদির

০৮:৪৭ এএম, অক্টোবর ২২, ২০২১

টিকাকরণের একশো কোটির মাইল ফলক পেরোনোর পরের দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ মোদির

বিগত ৯ মাসে একশো কোটি দেশবাসীকে ভ্যাকসিন দিয়ে বৃহস্পতিবারই নজির গড়েছে ভারত। আর এর পরেই শুক্রবার ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকাল ১০টায় ভাষণ দেবেন তিনি। এদিন সকালেই প্রধানমন্ত্রীর দফতর টুইট করে এই কথা জানিয়েছে।

https://twitter.com/PMOIndia/status/1451360253749071875

করোনার টিকাকরণে বিশ্বরেকর্ড গড়েছে ভারত। একশো কোটির মাইলফলক পেরনোর মুহূর্তকে উদযাপন করতে উৎসবও শুরু হয়ে গিয়েছে। এই ইতিহাসকে উজ্জাপন করতে এদিন দেশের ১০০ টি হেরিটেজ বিল্ডিং ভারতের পতাকার রঙের আলোর রাঙিয়ে তোলা হয়। এদিন লাল কেল্লায় ১৪ শ কেজি ওজনের পতাকাও ওড়ানো হয়।

গতকালই সকালে এই ইতিহাসের সাক্ষী হতে, টিকাকরণ প্রক্রিয়ার তদারকিতে দিল্লির রামমোহন লোহিয়া হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিনের বার্তা দিকে তাকিয়ে সকলেই।