মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

আজই হুইল চেয়ারে রাজপথে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রীকে

০৯:৪৩ এএম, মার্চ ১৪, ২০২১

আজই হুইল চেয়ারে রাজপথে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রীকে

হাসপাতাল থেকে শুয়ে জানিয়েছিলেন হুইল চেয়ারে করেই প্রচার সারবেন। সব কিছু যদি ঠিক থাকে তাহলে হয়তো আজ থেকেই এই অভিনব উপায়ে পথে নামতে দেখা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আজ ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে গান্ধিমূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল রয়েছে তৃণমূলের। সেই মিছিলেই হুইল চেয়ার করে রাজপথে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রীকে। তবে এদিনের মিছিলে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে, দলীয় সূত্রে খবর, সোমবার ঝারগ্রাম এর লালগড় এবং গোপিবল্লভপুরের সভা করবেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের গরবেতা, কেশিয়াড়ি এবং খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে তাঁর তিনটি সভা করার কথা রয়েছে এখনও পর্যন্ত।

অন্যদিকে, আজ বিকেলে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রোড শো করবেন অমিত শাহ। এদিন মূলত খড়গপুরের বিজেপি প্রার্থী হিরণের সমর্থনের জন্যই রোড শো করবেন তিনি।