শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অবশেষে বৃষ্টির দেখা মিলবে রাজ্যে! কলকাতা সহ বেশকিছু জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, রইলো বিস্তারিত

০১:৫২ পিএম, এপ্রিল ৩, ২০২১

অবশেষে বৃষ্টির দেখা মিলবে রাজ্যে! কলকাতা সহ বেশকিছু জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, রইলো বিস্তারিত

বংনিউজ২৪x৭ ডেস্কঃ রাজ্যে আজকের আবহাওয়া - Ajker Abhawa কেমন থাকবে একনজরে দেখে নেওয়া যাক। শীত বিদায় নিলেও সকালের দিকে হালকা শীতের হাওয়া বয়ে চলেছে। তবে এবছর শীত যেমন দীর্ঘস্থায়ী ছিল, সেরকম গরমও রেকর্ড পড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল।

ফাল্গুন মাস শুরু হতেই শীত বিদায় জানাতে শুরু করেছে, তারসাথে বৃদ্ধি পেয়ে চলেছে তাপমাত্রা। আর এরই মাঝে বসন্তের প্রথম বৃষ্টির দেখা মিলেছে ইতিমধ্যেই। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, এবং বেশকিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী। তবে ফের বৃদ্ধি পেয়েছে রোদের প্রকোপ। গরম বজায় থাকার সাথে সাথে বেশকিছু জেলায় বয়ছিল লু।

তবে ফের বৃষ্টির পূর্বাভাস দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর সুত্রে খবর, আগামিকাল অর্থাৎ রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের দিকে গরম থাকলেও বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া সহ দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর এও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আগামি দুদিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গেছে।