শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ফের ভারী বৃষ্টির সম্ভাবনা! গরমের দাপট থাকবে রেহাই মিলবে কবে? কেমন থাকবে আজকের আবহাওয়া

১২:৩৫ পিএম, সেপ্টেম্বর ৫, ২০২১

ফের ভারী বৃষ্টির সম্ভাবনা! গরমের দাপট থাকবে রেহাই মিলবে কবে? কেমন থাকবে আজকের আবহাওয়া

বংনিউজ২৪x৭ ডেস্কঃ এখন বৃষ্টির দাপট চলবে উত্তরবঙ্গে। আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। আগামী ১-২ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়িতে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিনবঙ্গে সারাদিন থাকবে ভ্যাপসা গরম এবং অস্বস্তি।

আগামী সোমবার এবং মঙ্গলবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ ফলে দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এদিন ভারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদীয়াতে এবং উপকুলের তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে।

বৃষ্টির দাপট থেকে রক্ষা পাবেনা উত্তরবঙ্গ। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সারাদিন থাকবে গুমট গরম।