শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শুরু টোকিও অলিম্পিক, মার্চপাস্টে ভারতের পতাকা হাতে মেরি কম, মনপ্রীত! ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া

০৮:২৮ পিএম, জুলাই ২৩, ২০২১

শুরু টোকিও অলিম্পিক, মার্চপাস্টে ভারতের পতাকা হাতে মেরি কম, মনপ্রীত! ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ করোনা আবহেই শুরু হয়ে গেল ২০২০-র টোকিও অলিম্পিক। অনেক বাধা অতিক্রম করে অবশেষে ঢাকে কাঠি পড়ল ২০২০-র টোকিও অলিম্পিকের। করোনার জন্যই গত বছর অলিম্পিকের আয়োজন করা সম্ভব হয়নি। আবার এবছরও প্রায় বাতিল হতে বসেছিল। তবে, অবশেষে শুক্রবার জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হল টোকিও অলিম্পিক ২০২০৷

করোনা অতিমারির কারণে গত দেড় বছরে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। করোনায় বিপর্যস্ত গোটা পৃথিবী। তাই এবারের টোকিও অলিম্পিকে করোনায় মৃতদের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েই শুরু হয়, এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। মৃতদের উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়।

এরপর দর্শকহীন স্টেডিয়াম একে একে প্রত্যেকটি দেশ প্রতাকা হাতে অংশগ্রহণ করে মার্চপাস্টে৷ প্যারেডে অংশ নেওয়া মোট ২০৫ টি দেশের মধ্যে ভারত ছিল ২১ নম্বরে। আর ভারতের হয়ে পতাকা ধরেছিলেন বক্সার মেরি কম এবং হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।

https://twitter.com/Tokyo2020hi/status/1418544738882498567 https://twitter.com/ANI/status/1418541718316539908

অনুষ্ঠানে ভারতীয় খেলোয়াড়দের পরনে ছিল খাকি রঙের পোশাক, তার সঙ্গে ছিল নীল রঙের ব্লেজার। ওই পোশাক পরেই তাঁরা মার্চপাস্টে অংশগ্রহণ করেন। ভারত থেকে মোট ১২৭ জন প্রতিযোগী টোকিও অলিম্পিকে অংশ নিয়েছেন।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকেও অ্যাথলিটদের জন্য শুভেচ্ছাবার্তাও পাঠানো হয়। https://twitter.com/Tokyo2020hi/status/1418511204893528067 আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওড়িশার বালু শিল্পী সুদর্শন পট্টনায়েকও তাঁর শিল্পকলার মাধ্যমে ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন। https://twitter.com/Tokyo2020hi/status/1418413080049065986