শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

দেশে ফিরলেন মীরাবাঈ চানু! 'ভারত মাতা কি জয়' ধ্বনিতে 'রুপোর মেয়ে'কে উষ্ণ অভ্যর্থনা দেশবাসীর, রইল ভিডিও

০৭:১৮ পিএম, জুলাই ২৬, ২০২১

দেশে ফিরলেন মীরাবাঈ চানু! 'ভারত মাতা কি জয়' ধ্বনিতে 'রুপোর মেয়ে'কে উষ্ণ অভ্যর্থনা দেশবাসীর, রইল ভিডিও

অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন 'রুপোর মেয়ে'। সোমবার, বিকেল সাড়ে ৪টেয় দিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দরে এসে নামেন অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় ক্রীড়াবিদ সাইখম মীরাবাঈ চানু। আর তাঁকে স্বাগত জানাতে দিল্লি বিমানবন্দরে হাজির হয়েছিল অগণিত দেশবাসী। 'ভারত মাতা কি জয়' ধ্বনিতে চানুকে উষ্ণ অভ্যর্থনা জানালেন তাঁর সমর্থকরা।

এদিন চানুর দেশের ফেরার খবর শুনেই বিমানবন্দরের বাইরে হাজির হয়েছিল বহু মানুষ। চানুকে একবার চোখের দেখা দেখতে জনসাধারণের মধ্যে দেখা গিয়েছিল প্রবল উন্মাদনা। তবে অ্যাথলিটের জন্য বিমানবন্দরে হাজির ছিলেন প্রচুর নিরাপত্তারক্ষী। তাঁদের কড়া ঘেরাটোপে বিমানবন্দরের বাইরে আসেন মীরাবাঈ। করোনার আবহে কোনও সাধারণ মানুষকে তাঁর ধারকাছে আসতে দেওয়া হয়নি। তবে চানু বেরোনোর সঙ্গে সঙ্গেই হাত নেড়ে তাঁকে স্বাগত জানান ভক্তরা৷ পালটা হাত নাড়িয়ে সেই অভিবাদন গ্রহণও করেন রুপোজয়ী কন্যে।

সোমবার দিল্লির বিমানবন্দরে নামার পরেই মীরাবাঈ চানুর আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে। বিমানবন্দরেই মীরাবাঈয়ের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাঁকে বরণ করেন ভারোত্তোলন সংস্থার কর্তারা। তাঁর বিশেষ মণিপুরী শালও উপহার দেওয়া হয়। সোমবারই ইম্ফলের বিমান ধরার কথা সোমবারই ধরার কথা চানুর। তাঁর নিজের গ্রাম নংপক কাকচিং জুড়ে এখন উৎসবের মেজাজ। ঘরের মেয়েকে সাদরে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিতেও শুরু করেছেন পরিবার এবং প্রতিবেশীরা।

https://twitter.com/ANI/status/1419616592552370178?s=20

অন্যদিকে, অলিম্পিকে জেতার 'উপহার' হিসেবে সরকারি চাকরিও পেয়ে গেলেন মীরাবাঈ। ইতিমধ্যেই ইম্ফলের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হল, অলিম্পিকে দেশের হয়ে রুপো জেতার পর অ্যাডিশনাল সুপারইন্টেনডেন্ট অফ পুলিশ পদে পুলিশ বিভাগে নিয়োগ করা হল চানুকে। এছাড়াও ব্যক্তিগতভাবে তাঁকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ারও ঘোষণা করেছে মণিপুর সরকার।

https://twitter.com/ANI/status/1419625403937812483?s=20