বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভেলিনে জোড়া পদক জয় ভারতের! শুভেচ্ছায় ভরে উঠল নেটদুনিয়া

০১:৪৭ পিএম, আগস্ট ৩০, ২০২১

টোকিও প্যারালিম্পিক্সে জ্যাভেলিনে জোড়া পদক জয় ভারতের! শুভেচ্ছায় ভরে উঠল নেটদুনিয়া

টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদক জয় অব্যাহত। সোমবার সকালেই শ্যুটিংয়ে অভনীর হাত ধরে দেশে এসেছে সোনা। ডিসকাস থ্রোয়ে যোগেশ জিতেছেন রুপো। এরপর জ্যাভেলিন থ্রোয়েও জোড়া পদক এল ভারতের ঘরে। দেশের জ্যাভেলিন মহাতারকা দেবেন্দ্র ঝাঝারিয়া জিতলেন রুপো ও ব্রোঞ্জ জিতলেন সুন্দর সিং গুর্জার।

এদিন রিও অলিম্পিক্সের মতোই নিজের রেকর্ড ভেঙে তৃতীয় থ্রোতে ৬৪.৩৫ মিটার জ্যাভেলিন ছোঁড়েন দেবেন্দ্র। তবে চতুর্থ ও পঞ্চম থ্রোয়ে ফাউল করে বসেন তিনি। তাই একটুর জন্য হাতছাড়া হয় সোনা। তবে নিজের দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হন তিনি। রুপোর পদক জিতে নেন দেবেন্দ্র। ২০০৪ সালে এথেন্সে প্রথম সোনা জিতে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর ২০১৬ সালে রিওতেও সোনা জেতেন তিনি। এবার টোকিওতে প্যারালিম্পিক্সে তাঁর গলায় উঠল রুপো। ফলে সর্বকালের সেরা হওয়ার দৌড়ে নিজের নাম আরও উজ্জ্বল করলেন তিনি।

https://twitter.com/Media_SAI/status/1432183186381885441

অন্যদিকে, এই ইভেন্টে নিজের পঞ্চম প্রয়াসে ৬৪.০১ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে তৃতীয় স্থান দখল করে নেন সুন্দর সিং গুর্জার। তাঁর ঝুলিতে এল ব্রোঞ্জ পদক। তবে একই ইভেন্টে তৃতীয় ভারতীয় হিসাবে অজিত সিং ফাইনালে কোয়ালিফাই করলেও শেষ পর্যন্ত আট নম্বরে শেষ করেন তিনি। ফলে পদকের আশা শেষ তাঁর।

https://twitter.com/Media_SAI/status/1432184400205148166

উল্লেখ্য, টোকিও প্যারালিম্পিক্সে এখনও অবধি মোট ৭ টি পদক জিতে নিয়েছে ভারত। তার মধ্যে রয়েছে ১টি সোনা, ৪টি রুপো ও ২টি ব্রোঞ্জ। প্যারা অ্যাথলিটদের এই সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত দেশবাসী। তাঁদের শুভেচ্ছাতেও ভরিয়ে দিয়েছেন সকলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ভারতের সহ-রাষ্ট্রপতিও আজ শুভেচ্ছা জানিয়েছেন পদকজয়ীদের।

https://twitter.com/narendramodi/status/1432187870899421186?s=20 https://twitter.com/narendramodi/status/1432188455128231937?s=20 https://twitter.com/VPSecretariat/status/1432196593709568004?s=20