বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

টোকিও প্যারালিম্পিক্সে পিস্তলে জোড়া পদক ভারতের! সোনা জিতলেন মণীশ, রুপো সিংরাজের

১২:০০ পিএম, সেপ্টেম্বর ৪, ২০২১

টোকিও প্যারালিম্পিক্সে পিস্তলে জোড়া পদক ভারতের! সোনা জিতলেন মণীশ, রুপো সিংরাজের

টোকিও প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সাফল্য অব্যাহত। শনিবার সকালেই দেশের ঝুলিতে এল জোড়া পদক। এদিন ভারতের হয়ে তৃতীয় সোনা জয় মণীশ নারওয়ালের। মিক্সড ৫০ মিটার পিস্তলে পদক জিতলেন তিনি। পাশাপাশি ওই ইভেন্টেই রুপো জিতলেন সিংরাজ আদানা। তাঁদের এই জয়ে গর্বিত দেশবাসী। শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।

প্যারালিম্পিক্সের ১১তম দিনে মিক্সড ৫০ মিটার পিস্তল এসইইচ১ ইভেন্টে ভারতের হয়ে সোনা জিতলেন ১৯ বছর বয়সী শ্যুটার মণীশ নারওয়াল। এদিন তাঁর মোট পয়েন্ট ২১৮.২ পয়েন্ট। এটিই মনীশের নিজের কেরিয়ারের সেরা পারফর্ম্যান্স। অন্যদিকে, তাঁর থেকে মাত্র ১.৫ পয়েন্ট কম পেয়ে রুপো জিতলেন সিংরাজ। তাঁর পয়েন্ট ২১৬.৭। ১৯৬.৮ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতলেন রাশিয়ান প্যারালিম্পিক্স কমিটির শ্যুটার এস মালিশেভ।

ইভেন্টের শুরুতে যদিও অনেকটাই পিছিয়ে ছিলেন মণীশ। প্রথম ১০টি শটের পর প্রথম স্থানে ছিলেন সিংরাজ, মণীশ ছিলেন পঞ্চম স্থানে। এরপর দুই শটের রাউন্ডগুলোয় ১০ পয়েন্টের উপর শট মারতে থাকেন মণীশ। ক্রমশ উঠে আসতে থাকেন উপরে। অবশেষে তিনি শেষ করেন এক নম্বরেই। জিতে নেন সোনা। অন্যদিকে রাশিয়ার এস মালিশেভ তৃতীয় স্থানে শেষ করতেই সিংরাজের রুপো জয়ও নিশ্চিত হয়ে যায়৷

https://twitter.com/ParalympicIndia/status/1434018694972121089?s=20

এদিন পিস্তলে জোড়া পদক আসায় বর্তমানে টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫-তে। যা সর্বকালের রেকর্ড। দেশের প্যারা অ্যাথলিটদের এহেন সাফল্যে আজ উজ্জ্বল সারা ভারতের মুখ।