বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

টোকিও প্যারালিম্পিক্সে টিটি ফাইনালে ভাবিনাবেন প্যাটেল! সোনার স্বপ্ন দেখছে ভারত

১১:৫১ এএম, আগস্ট ২৮, ২০২১

টোকিও প্যারালিম্পিক্সে টিটি ফাইনালে ভাবিনাবেন প্যাটেল! সোনার স্বপ্ন দেখছে ভারত

টোকিও প্যারালিম্পিক্সের মঞ্চে ভারতের সোনার স্বপ্ন জিইয়ে রাখলেন টেবিল টেনিস তারকা ভাবিনাবেন প্যাটেল। আজ, শনিবার সকালেই মেয়েদের টেবিল টেনিসের সেমিফাইনালে চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন ভাবিনাবেন। ফলে নিশ্চিত হয়ে গেল রুপো জয়। তবে ভাবিনার চোখে শুধুই সোনার স্বপ্ন। ফাইনালে জিতে দেশকে স্বর্ণপদক এনে দেওয়াই এখন পাখির চোখ ভারতীয় তারকার।

এদিন মহিলা সিঙ্গলসের ক্লাস ৪ ইভেন্টে চিনের ঝাও মিয়াং-এর মুখোমুখি হয়েছিলেন ভাবিনাবেন। সেমিফাইনালে চিনা প্রতিপক্ষকে ৩-২ ব্যবধানে পরাস্ত করলেন ৩৪ বছর বয়সি ভারতীয় টেবিল টেনিস তারকা। ফাইনালে পৌঁছে এবার সোনা জেতার লক্ষ্যে আরও আত্মবিশ্বাসী ভাবিনা। নিজের ১০০ শতাংশ দিয়ে লড়ে দেশের জন্য সোনা নিয়েই ফিরতে চান তিনি। ভাবিনাবেনের বাবা হাসমুখভাই প্যাটেলও জানান, ভাবিনা মানসিক ভাবে প্রস্তুত। তাঁর সোনা জয় কেবল সময়েরই অপেক্ষা।

https://twitter.com/ddsportschannel/status/1431428697916018689?s=20

উল্লেখ্য, শুক্রবারই টিটির কোয়ার্টার ফাইনালে বিশ্বের ২ নম্বর সার্বিয়ার পেরিচ র‌্যানকোভিচের মুখোমুখি হয়েছিলেন ভাবিনাবেন। কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান প্রতিপক্ষকে ১১-৫, ১১-৬, ১১-৭ ব্যবধানে পরাস্ত করেন তিনি। মাত্র ১৮ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সেই ম্যাচ। এরপরই সেমিফাইনালে উঠে দেশের জন্য পদক নিশ্চিত করে ফেলেন ভাবিনাবেন। আজ আবার চিনা প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালেও পৌঁছে গেলেন। ভাবিনাবেনের এই অভাবনীয় সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, প্রাক্তন হকি অধিনায়ক সন্দীপ শর্মা থেকে আরও অনেকে। সবার চোখেই এখন শুধু সোনার স্বপ্ন!

https://twitter.com/narendramodi/status/1431487182330421252?s=20 https://twitter.com/smritiirani/status/1431493245289123842?s=20