শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

৩৯ বছরে প্যারালিম্পিক্সে পা দিয়েই ব্রোঞ্জ জিতলেন শ্যুটার সিংরাজ আদানা! ভারতের ঘরে এল অষ্টম পদক

০৪:২৮ পিএম, আগস্ট ৩১, ২০২১

৩৯ বছরে প্যারালিম্পিক্সে পা দিয়েই ব্রোঞ্জ জিতলেন শ্যুটার সিংরাজ আদানা! ভারতের ঘরে এল অষ্টম পদক

প্যারালিম্পিক্সে মঙ্গলবারের সকালটা বিশেষ ভালো যায়নি ভারতের। আশা জাগিয়েও তীরন্দাজির কোয়ার্টার ফাইনালে রাকেশ কুমার ও মহিলাদের ১০মিটার এয়ার পিস্তল ফাইনালে রুবিনা ফ্রান্সিস পরাজিত হয়েছেন। তবে দুপুরের দেশবাসীর জন্য এল সুখবর! মঙ্গলবারই শ্যুটিং-এর ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ১ বিভাগে ব্রোঞ্জ জিতলেন সিংরাজ আদানা। ৩৯ বছর বয়সে প্যারালিম্পিক্সে প্রথম পা দিয়েই পদক জয় এই ভারতীয় শ্যুটারের। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত সারা ভারতবাসী।

https://twitter.com/Media_SAI/status/1432585647324164102?s=20

টোকিও প্যারালিম্পিক্সে পুরুষদের পি১-১০ মিটার এয়ার পিস্তলে এসএইচ১ বিভাগে এবার ভারতের তিনজন প্রতিযোগী ছিলেন। যোগ্যতা অর্জন পর্বে ৬ নম্বরে শেষ করেছিলেন সিংরাজ। তবে ফাইনালে ২১৬.৮ পয়েন্ট স্কোর করে তৃতীয় স্থান দখল করে নেন তিনি। অন্যদিকে, যোগ্যতা অর্জন পর্বে শীর্ষস্থান পেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভারতেরই মনীশ নারওয়াল। তবে ফাইনালে গিয়ে খেই হারিয়ে ফেলেন তিনি। শেষ পর্যন্ত সাত নম্বরে শেষ করেন।

https://twitter.com/Media_SAI/status/1432596414614310915?s=20

সিংরাজের ব্রোঞ্জ জয়ের ফলে ভারতের পদক সংখ্যা গিয়ে দাঁড়ালো আটে। এখনও অবধি এটাই ভারতের সফলতম প্যারালিম্পিক্স। উল্লেখ্য, এদিন পদক জয়ের পরই সিংরাজকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় প্যারালিম্পিক্স কমিটির সভাপতি দীপা মালিক সহ দেশের ক্রীড়ামহল। প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রীও। ৩৯ বছর বয়সে প্যারালিম্পিক্সের মতো মঞ্চে ডেবিউ করেই পদক জেতার মতো অনন্য নজির গড়েছেন তিনি। শ্যুটিং-এ এটাই এ বছর প্যারালিম্পিক্সের দ্বিতীয় পদক। দেশবাসীর কাছে এ গর্বের বিষয় তো বটেই!

https://twitter.com/DeepaAthlete/status/1432603964118167553?s=20