শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

টোকিও প্যারালিম্পিক্সে দেশের দ্বিতীয় সোনা! জ্যাভেলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়লেন সুমিত আন্তিল

০৬:০০ পিএম, আগস্ট ৩০, ২০২১

টোকিও প্যারালিম্পিক্সে দেশের দ্বিতীয় সোনা! জ্যাভেলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়লেন সুমিত আন্তিল

টোকিও প্যারালিম্পিক্সে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। সোমবার সকালেই শ্যুটিংয়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন অভনী লেখারা। এবার বিকেলে ভারতের হয়ে দ্বিতীয় সোনা জিতলেন সুমিত আন্তিল। টোকিও প্যারালিম্পিক্সের এফ সিক্সটিফোর (F64) ইভেন্টের ফাইনালে সর্বাধিক দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে স্বর্ণপদক উঠল সুমিতের গলায়।

এদিন ফাইনালের মঞ্চে ফাইনালের মঞ্চে তিন-তিনবার বিশ্ব রেকর্ড গড়লেন সুমিত। প্রথম বার জ্যাভলিন ছুঁড়ে ৬৬.৯৫ মিটার দূরত্বে পাঠান তিনি। তৈরি করেন এক নতুন রেকর্ড। এরপর দ্বিতীয় জ্যাভেলিন ছুঁড়ে প্রথমবারের থ্রোকেও ছাপিয়ে দেন তিনি। আরেকটি রেকর্ড তৈরি হয়৷ তবে সর্বাধিক থ্রো পঞ্চমবার। তাতে ৬৮.৫৫ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে প্যারালিম্পিক্সের ইতিহাসের সর্বকালের দীর্ঘতম থ্রোয়ের রেকর্ড গড়ে ফেললেন সুমিত। তবে ষষ্ঠ থ্রোতে ফাউল করে বসেন তিনি। যদিও পঞ্চম থ্রোয়ের ভিত্তিতেই বাকি সব অ্যাথলিটকে পিছনে ফেলে দেশের জন্য সোনা জিতে নেন এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার।

https://twitter.com/Media_SAI/status/1432300960647319555

সুমিতের সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত সারা দেশবাসী। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়৷ এদিন সুমিতকে ট্যুইটের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের যেন সোনার সময় চলছে। এদিন সুমিতের বর্শা যেন ফের তা প্রমাণ করলো। অন্যদিকে, ভারতের একটি ব্রোঞ্জ বাতিল হয়ে যাওয়াতে সুমিতকে নিয়ে এখনও অবধি দেশের পদক সংখ্যা গিয়ে দাঁড়ালো সাতে।

https://twitter.com/narendramodi/status/1432302230716108802 https://twitter.com/MamataOfficial/status/1432302953730228224