গতকাল, নির্বাচনী প্রচারে নন্দীগ্রামে গিয়ে গুরুতর আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত তাঁকে ফিরিয়ে আনা হয় কলকাতায়। চলছে চিকিৎসাও। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের জন্য যেমন চিন্তিত হয়ে উঠেছেন দলের রাজনৈতিক কর্মীরা, তেমনই চিন্তা প্রকাশ করেছেন টলিউডের নামী দামী তারকারাও। ঘটনাচক্রে, তাঁদের বেশ কিছুজন আবার তৃণমূলের প্রার্থীও৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর ওপর গতকালের হামলার অভিযোগটিও বেশ বড় করেই দেখছেন তাঁরা। রাজ চক্রবর্তী থেকে সায়ন্তিকা, নুসরত, মিমি, এমনকি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও টুইটারে উগরে দিয়েছেন ক্ষোভ।
টুইটারে পরমব্রত চট্টোপাধ্যায় লেখেন, “যদি হামলার তত্ত্ব প্রমাণিত হয়, তাহলে তা অত্যন্ত কাপুরুষোচিত কাজ! এখন কোনও প্রতিশোধ বা হিংসার ঘটনায় না জড়িয়ে দিদির পাশে থাকাটাই ওঁর সমর্থকদের সবচেয়ে বড় কাজ। এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সেটাই প্রার্থনা করছি।” পাশাপাশি রাজ্যের শান্তি নিয়েও চিন্তা প্রকাশ করেছেন এই অভিনেতা।
If it’s proven to be an attack, then it’s a most dastardly act! her supporters will do themselves a world of good by standing firmly by her but not engaging in vendetta or violence. Most importantly, wishing speedy recovery and strength to hon’ble CM @MamataOfficial
— parambrata (@paramspeak) March 10, 2021
পাশাপাশি এই ঘটনাকে রাজনৈতিক হামলা বলে দাবী করেছেন অভিনেত্রী নুসরত৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেই তিনি লেখেন, এই কাজ অত্যন্ত নিন্দনীয়। নুসরতের সুরে সুর মিলিয়েছেন সায়ন্তিকাও৷ সদ্যই তিনি তৃণমূলে যোগদান করেছেন। টুইটারে এক ভিডিও বার্তায় এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছেন সায়ন্তিকা।
Concern and disturbed to know @MamataOfficial didi's injury during nandigram campaign. A high level investigation should be conducted to identify the involved faces. Praying for didi's speedy and healthy recovery. pic.twitter.com/eqo7SkxnyQ
— Sayantika Banerjee (@sayantika12) March 11, 2021
অপরদিকে, টুইটারে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ এবং মিমি চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক সুস্থতা কামনা করে তাঁরা লেখেন, অনেক লড়াই বাকি। বাংলার মানুষ তাঁর জন্য অপেক্ষা করছেন। তাই সুস্থ তাঁকে হতেই হবে। এদিকে রাজের টুইট শেয়ার করে সায়নী ঘোষও লেখেন, “অনেক পথ যেতে হবে, দিদি।”
Get well soon my queen @MamataOfficial bengal prays for you didi. pic.twitter.com/XptMNGY7zf
— Mimssi (@mimichakraborty) March 10, 2021
Miles to go Didi.. https://t.co/R3hSyw2dQ1
— saayoni ghosh (@sayani06) March 11, 2021
অনেক লড়াই বাকি, তুমি তারাতাড়ি সুস্থ হয়ে ওঠো দিদি। #BanglaNijerMeyekeChay
জয় জগন্নাথ।🙏 pic.twitter.com/wr9jTNL57A— Raj chakrabarty (@iamrajchoco) March 11, 2021