শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ঠিক যেন উড়ন্ত বাজপাখি! দেখুন এবারের টি-২০ বিশ্বকাপের সেরা চারটি ক্যাচ, রইল ভিডিও

০৮:০১ পিএম, নভেম্বর ১৬, ২০২১

ঠিক যেন উড়ন্ত বাজপাখি! দেখুন এবারের টি-২০ বিশ্বকাপের সেরা চারটি ক্যাচ, রইল ভিডিও

সদ্য সমাপ্ত হয়েছে টি-২০ বিশ্বকাপ। গত রবিবার কুড়ি ওভারের বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-২০ ওয়ার্ল্ডকাপ ট্রফি হাতে তুলেছে টিম অস্ট্রেলিয়া। তবে অজিরা কাপ ছিনিয়ে নিলেও এবারের বিশ্বকাপ যেন ছিল ফিল্ডারদের। বিভিন্ন দলের একাধিক খেলোয়ার মাঠে দুর্দান্ত সব ক্যাপ লুফে নজির গড়েছেন। তাঁদের মধ্যে থেকেই এবার বেছে নেওয়া হল বিশ্বকাপের সেরা চারটি ক্যাচ।

ঠিক যেন বাজপাখির ভঙ্গিতে উড়ে গিয়ে ক্যাচগুলি পাকড়েছেন ওই ফিল্ডাররা। যা দেখে মাঠে উপস্থিত সমর্থকরা তো বটেই, টেলিভিশনের পর্দার এপাশে থাকা দর্শকরাও চমকে গিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক সেই ক্যাচগুলি!

চার্লস আমিনি: বাংলাদেশের বিরুদ্ধে পাপুয়া নিউ গিনির খেলোয়াড় চার্লস আমিনি সাকিব আল হাসানের ক্যাচ তালুবন্দি করেন। ওই ক্যাচটি এবারের বিশ্বকাপে অন্যতম সেরা ক্যাচ। খেলার ১৩.৪ ওভারে আসাদ ভালার বল লং অনে তুলে মারেন সাকিব আল হাসান। সেই সময় শরীর ছুঁড়ে বলটি মাটিতে পড়ার আগেই তা উড়ন্ত বাজপাখির মতো এসে লুফে নেন আমিনি।

https://www.instagram.com/reel/CVSfjNtFa9N/?utm_medium=copy_link

ডেভন কনওয়ে: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ম্যাচে পাক ক্রিকেটার মহঃ হাফিজের ক্যাচ তালুবন্দি করেন কিউয়ি ডেভন কনওয়ে। পাকিস্তানের ইনিংস চলাকালীন ১০.৬ ওভারে মিচেল স্যান্টনারের বল স্টেপ আউট করে অফসাইডে তুলে মারেন হাফিজ৷ তখনই বাউন্ডারি লাইনে শরীর ছুঁড়ে দুর্দান্তভাবে ক্যাচটি তালুবন্দি করেন ডেভন কনওয়ে।

https://www.instagram.com/reel/CVf8b9ql3No/?utm_medium=copy_link এডেন মার্করাম: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় স্টিভ স্মিথের ক্যাচ নেন মার্করাম। ওই খেলায় অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন ১৪.৫ ওভারে নর্টিয়ার বলে লেগ-সাইডে তুলে মারেন আউট হন স্মিথ। আর তাঁকে আউট করার কারিগর মার্করাম৷ একেবারে বাজপাখির দক্ষতায় হাওয়ায় ভেসে ক্যাচটি তালুবন্দি করেন তিনি।

https://www.instagram.com/reel/CVX0R4vl29h/?utm_medium=copy_link

আকিল হোসেন: ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত ছিল আকিল হোসেনের নেওয়া ক্যাচটি। এই ম্যাচে ইংল্যান্ডের ইনিংস চলাকালীন ৬.১ ওভারে লিয়াম লিভিংস্টোন আকিলের বলে ড্রাইভ মারার চেষ্টা করলেই সেই বল হাওয়ায় ভেসে যায় এবং আকিল নিজেই বাজপাখির মত উড়ে সেই বল তালুবন্দি করেন। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কার্যত আত্মসমর্পণ করলেও টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ সেটি।

https://www.facebook.com/watch/?v=308145347425324