শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নেই লজ্জা! কাশ্মীরের ডাল লেকে ইচ্ছেমতো প্রস্রাব! ছবি দেখে ক্ষোভে ফেটে পড়লেন নেটজনতা

০১:৪৮ পিএম, মার্চ ১৬, ২০২১

নেই লজ্জা! কাশ্মীরের ডাল লেকে ইচ্ছেমতো প্রস্রাব! ছবি দেখে ক্ষোভে ফেটে পড়লেন নেটজনতা

সুন্দর মনোরম কাশ্মীরের ডাল লেক সংলগ্ন এলাকা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু তো বটেই! তবে এই পরিবেশই এখন নষ্ট করছেন একদল পুরুষ। কাশ্মীরের ডাল লেক রোডে রাস্তার ধার ধরে প্রস্রাব করছেন সেই পুরুষেরা। চারদিক ভরে গিয়েছে প্রস্রাবের দূর্গন্ধে। যা দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন পর্যটকরা। ছবি তুলে সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেছেন বিষয়টি।

পরিবেশ বিশেষজ্ঞ Licypriya Kangujam সম্প্রতি টুইটারে শেয়ার করেন সেই ছবি। ক্যাপশনে তিনি লেখেন, 'বিশ্বের অন্যতম সুন্দর হ্রদগুলির মধ্যে একটি এই ডাল লেক। সেখানে প্রস্রাব করছেন একদল মানুষ। কবে নিজের চরিত্র বদলাবে মানুষ? খুবই জঘন্যতম কাজ এটি।' এরপরই ছবিটি ভাইরাল হয়ে ওঠে নেটমাধ্যমে।

[embed]https://twitter.com/LicypriyaK/status/1370665176886779906?s=20[/embed]

পরিবেশ বিশেষজ্ঞটির সুরে সুর মিলিয়েছেন নেটিজেনরাও। ঘটনার তীব্র সমালোচনায় মেতে উঠেছেন তাঁরা। 'সারা ভারতজুড়েই যেখানে সেখানে প্রস্রাব করার বদঅভ্যাস লক্ষ্য করা যায়' বা 'প্রশাসনের উচিৎ এখনই কোনও কড়া ব্যবস্থা নেওয়া', এমনই কিছু মন্তব্যে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছে নেটজনতা।

দেখুন কিছু মন্তব্যঃ

[embed]https://twitter.com/I_am_reshi_adil/status/1370718840821227520?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1370718840821227520%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fdisgusting-tourists-caught-peeing-on-roadside-at-kashmirE28099s-iconic-dal-lake-twitterverse-reacts_372676.html[/embed] [embed]https://twitter.com/_Gaziangad_/status/1370379770349854722?s=20[/embed] [embed]https://twitter.com/OwaisKashmiri15/status/1370716261093568513?s=20[/embed]