বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

ঘূর্ণিঝড় জাওয়াদ এখন নিম্নচাপ! আগাম সতর্কতায় বাতিল একাধিক ট্রেন

০৯:১৪ এএম, ডিসেম্বর ৬, ২০২১

ঘূর্ণিঝড় জাওয়াদ এখন নিম্নচাপ! আগাম সতর্কতায় বাতিল একাধিক ট্রেন

ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ার কথা ছিল জাওয়াদের। তবে তা আপাতত নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী ও লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ- পূর্ব ও পূর্ব উপকূলীয় রেল।

দক্ষিণ- পূর্ব ও পূর্ব উপকূলীয় রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবার প্রায় ৯টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেন গুলোর তালিকা:

১২৬৬৫ হাওড়া-কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস

২২৮৭৮ এর্নাকুলাম-হাওড়া অন্ত্যোদয় এক্সপ্রেস

১২৮০২ নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস

১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস। ১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট সুপারফাস্ট এক্সপ্রেস

২২৮১৮ মাইসুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস

২২৮৬০ চেন্নাই-পুরী এক্সপ্রেস

১৩৩৫২ আল্লেপ্পি-ধানবাদ এক্সপ্রেস

১২৮৪৪ আমদাবাদ-পুরী এক্সপ্রেস

এদিকে আবহাওয়ার এই খামখেয়ালীপনার জন্য বিপর্যয় মোকাবিলার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফরের কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। কন্ট্রোলরুম সংক্রান্ত খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার ওপরে বিশেষ নজর রয়েছে নবান্নের।

এদিকে শুক্রবারই শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল জাওয়াদ। রবিবার রাতের মধ্যেই পরিণত হয় সুস্পষ্ট নিম্নচাপে। ওড়িশা উপকূল ধরে নিম্নচাপ যত বাংলার দিকে এগিয়ে আসছে, তত বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।