বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ নদীয়া এবং মালদায় বিক্ষোভে নামে তৃণমূল ছাত্র পরিষদ

০৭:৫৪ পিএম, ফেব্রুয়ারি ২০, ২০২১

পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ নদীয়া এবং মালদায় বিক্ষোভে নামে তৃণমূল ছাত্র পরিষদ
নিজস্ব প্রতিবেদনঃ ক্রমাগত বেড়েই চলেছে জ্বালানী তেলের দাম। আর তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। জ্বালানী তেলের দাম কমার আর নামই নিচ্ছে না। আর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বিক্ষোভে নামে তৃণমূল ছাত্র পরিষদ। আজ নদীয়া এবং মালদা এই দুই জেলায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জ্বালানী তেল, রান্নার গ্যাস-এর দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পেট্রোল,ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামে পুরাতন মালদা শহর-এর তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার দুপুরে, এই মর্মে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মঙ্গলবাড়ী এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ অবস্থান করে, আন্দোলনে নামেন কর্মীরা। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, কেন্দ্রের বিজেপি সরকার আসার পর থেকেই প্রতিদিনই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে। এরই প্রতিবাদে পুরাতন মালদা ব্লকে আজ এই আন্দোলন সংগঠিত করা হয়েছে। অন্যদিকে, মালদার মতোই আজ নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে জেলার বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পে, ছাত্রদের অবস্থান-বিক্ষোভ করতে দেখা যায়। আজ বিকেল চারটে নাগাদ, শান্তিপুর বাইপাস সংলগ্ন পেট্রোল পাম্পে শতাধিক ছাত্র-ছাত্রী ফেস্টুন, ব্যানার নিয়ে অবস্থান-বিক্ষোভে বসেন ছাত্র পরিষদের সদস্যরা। এই বিক্ষোভ অবস্থান চলে প্রায় দেড় ঘণ্টা ধরে। ছাত্রদের স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। [caption id="attachment_2683" align="alignnone" width="300"] নদীয়ায় তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ প্রদর্শন[/caption] তাঁদের মূল বক্তব্য, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস এবং খাদ্যদ্রব্য পরিবহনের খরচও বেড়েছে। তাই তাঁরা পেট্রল পাম্পে তাঁদের অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের এই বিক্ষোভ কর্মসূচির সভাপতিত্ব করেন রমাপ্রসাদ ভট্টাচার্য। শান্তিপুর কলেজের প্রাক্তন জি এস, এবং বর্তমান নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মনি সরকার সহ বহু ছাত্রনেতা বক্তব্য রাখেন আজকের এই অবস্থান বিক্ষোভে।