শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

‘ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমিতে কোনও ধরনের ষড়যন্ত্র স্বার্থক হতে দেবে না ত্রিপুরা’, হুঙ্কার বিপ্লব দেবের

১০:৪৫ এএম, আগস্ট ৯, ২০২১

‘ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমিতে কোনও ধরনের ষড়যন্ত্র স্বার্থক হতে দেবে না ত্রিপুরা’, হুঙ্কার বিপ্লব দেবের

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সামনেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকেই হাতিয়ার করেছে ঘাসফুল শিবির। ত্রিপুরার মাটিতে তৃণমূল তাঁদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাইছে। শনিবার এবং রবিবার এই রাজ্যে তৃণমূল-বিজেপির দ্বন্দ্বে সরগরম হয়েছে রাজনীতির ময়দান। এর উপর তৃণমূল যুব নেতাদের উপর হামলার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়েছে ত্রিপুরার মাটি। তৃণমূল-বিজেপি পরস্পর একে অপরকে আক্রমণ করেই চলেছে। তৃণমূলের যুব নেতাদের উপর আক্রমণের ঘটনায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই প্রেক্ষাপটে তৃণমূলের নাম না করে, পাল্টা আক্রমণ শানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

টুইটারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লিখেছেন যে, ‘কিছু দল যারা ত্রিপুরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তারা উন্নয়নের নিরিখে অনেকাংশেই ত্রিপুরা থেকে পিছিয়ে। রাজনৈতিক স্বার্থসিদ্ধি নয়, বরং রাজ্যের সর্বাঙ্গীন বিকাশই আমাদের প্রধান লক্ষ্য। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়নের নিরিখে ত্রিপুরা আজ গোটা দেশে নজির তৈরি করছে।’ আরও একটি টুইটে তিনি লেখেন যে, ‘ত্রিপুরার উন্নয়নের গতিকে রুখে দিতে সক্রিয় একটা অংশ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে রাজ্যে ষড়যন্ত্র করছে। কিন্তু ত্রিপুরার সচেতন নাগরিকগণ, ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমিতে কোনও ধরনের ষড়যন্ত্র স্বার্থক হতে দেবেন না।’

[caption id="attachment_25769" align="alignnone" width="1280"] ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব[/caption]

প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার ত্রিপুরায় সংগঠনের কাজে যাওয়ার পথে আক্রান্ত হন যুব তৃণমূলের নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। মাথা ফাটে সুদীপ রাহার। দেবাংশু, জয়াও আঘাত পান। এই হামলার অভিযোগের তীর ছিল বিজেপির দিকেই। এই ঘটনার প্রতিবাদে খোয়াই থানার সামনে অবস্থানে বসেন তৃণমূলের যুব নেতারা। এর জেরেই মহামারী আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয় দেবাংশুদের। ধৃত তৃণমূল যুব নেতাদের মুক্তির দাবিতে থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনরা। থানায় পুলিশের সঙ্গে রীতিমতো তর্কে জড়ান তাঁরা। শেষমেশ দেবাংশুদের জামিন মঞ্জুর করা হয়।

এই ঘটনার পর, বিজেপিকে আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি ত্রিপুরাকে নিজের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে। বিপ্লব দেব ভাবছেন, ত্রিপুরায় আসতে গেলে ভিসা নিয়ে ঢুকতে হবে। বিরোধীদের রাস্তায় নামার অধিকার নেই। কর্মসূচি করার অধিকার নেই। ত্রিপুরায় ঢুকলে পুলিস দিয়ে গ্রেফতার করাচ্ছে। গণতন্ত্র বিপন্ন। মানুষ আক্রান্ত। চ্যালেঞ্জ করলে জেলে ঢোকানো হচ্ছে। আক্রান্তদের জেলে ঢোকানো হয়েছে।’

‘যত ক্ষমতা আছে প্রয়োগ করুক, ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবেই। এখানে আইনের শাসন নয়, শাসনের আইন চলছে। আমরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। তৃণমূল বিজেপিকে এক ছটাক জমি ছাড়বে না।’ তিনি আরও বলেন যে, ‘ত্রিপুরায় মানুষ সিপিএমকে সরিয়ে অনেক আশা নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিল। কিন্তু এই সরকার ত্রিপুরাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে।’ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিপ্লববাবুর শেষের শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে কীভাবে হারাতে হয়, তৃণমূল কংগ্রেস তা ভালোভাবে জানে।’