বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

১ লা ডিসেম্বর থেকে এবার বাড়তে চলেছে টিভির খরচ, জেনে নিন বিস্তারিত

০৪:৪৫ পিএম, অক্টোবর ২৪, ২০২১

১ লা ডিসেম্বর থেকে এবার বাড়তে চলেছে টিভির খরচ, জেনে নিন বিস্তারিত
লাগামহীন ভাবে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। গত ৫ বছরে আমাদের জীবনে এসেছে বহু পরিবর্তন। আমাদের রুচি, জিনিসপত্রের ব্যবহার। প্রায় সমস্ত দিকেই এসেছে নতুনের ছোঁয়া। তার মধ্যে অন্যতম হল টিভির ব্যবহার। আগে কেবল অপারেটর এর সাহায্যে দেখা যেত টিভি। এখন সেই ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। ডিস টিভি ইত্যাদি বহু কিছু এসেছে আমাদের কাছে। তবে দর্শকদের জন্য দুঃখের খবর। দাম বাড়তে চলেছে বিভিন্ন চ্যানেলের। আগামী ডিসেম্বর মাস থেকেই বেড়ে যেতে চলেছে বহু চ্যানেলের দাম। তবে দেখা গেছে এই সব চ্যানেল গুলির দাম বাড়লেও জনগণ এই চ্যানেল গুলি দেখা ছাড়বে না। এই তালিকায় রয়েছে স্টার Plus, Colors, Sony, ZEE। এগুলি দাম বাড়াতে পারে প্রায় ৩৫ শতাংশ থেকে ৫০ শতাংশ। এই চ্যানেল গুলির ক্ষেত্রে এতদিন সকলকে ৪৯ টাকা দিতে হত আগামী মাস থেকে বেড়ে হবে ৬৯ টাকা। জি চ্যানেলের জন্য এতদিন গ্রাহকদের ৩৯ টাকা দিতে হত। এবার থেকে সেটি হবে ৪৯ টাকা। আবার sony এর জন্য আগে খরচ হত ৩৯ টাকা সেখানে আগামী মাস থেকে দিতে হবে ৭১ টাকা।