শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মহিলার থেকে টাকা ছিনতাই! পালানোর পথে দুর্ঘটনায় মৃত্যু ২ কিশোর ও ১ যুবকের

০৫:০৩ পিএম, জুলাই ২২, ২০২১

মহিলার থেকে টাকা ছিনতাই! পালানোর পথে দুর্ঘটনায় মৃত্যু ২ কিশোর ও ১ যুবকের

মহিলার থেকে টাকা ছিনতাই করে পালানোর পথে দুর্ঘটনায় মৃত্যু হল ২ কিশোর ও ১ যুবকের৷ বুধবার রাতে ঘটনাটি ঘটে খড়গপুরের রাম নগর এলাকায়৷ এদিন রাত ৮টায় রামনগরের এক এটিএমে টাকা তুলতে ঢোকেন ইন্দা নিবাসী এক মহিলা। তখনই টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই মহিলাকে কড়া নজরে রাখে ওই দুই কিশোর ও এক যুবক। এরপর ওই মহিলা টাকা তুলে এটিএম থেকে বের হওয়া মাত্রই সেই টাকা কেড়ে নিয়ে চম্পট দেয় ৩ ছিনতাইকারী। কিন্তু শেষরক্ষা হল না।

জানা গিয়েছে, টাকা কেড়ে নেওয়ার সময় ওই মহিলার সঙ্গে ৩ জনের বেশ ধস্তধস্তিও হয়। কিন্তু অবশেষে সেখান থেকে পালিয়ে যায় তারা। এরপর স্কুটি করে মেদিনীপুরের দিকে যাওয়ার পথেই ঘটে দুর্ঘটনা। জাতীয় সড়কের সাতকুই এলাকায় পেছন থেকে এসে ওই স্কুটিকে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মারা যায় ২ কিশোর। গুরুতর চোট পায় যুবকটি। তাকে রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালেই জানা গেল, হাসপাতালেই মৃত্যু হয়েছে ওই যুবকের। পরে ছবি ও সিসিটিভির ফুটেজ দেখে ৩ ছিনতাইকারীকেই সনাক্ত করেন ওই মহিলা। জানা গিয়েছে, কিশোর দুটির নাম ভোলা খান, শাহনাওয়াজ খান। যুবকটির পরিচয় এখনও জানা যায়নি।