শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

গভীর রাতের অন্ধকার রাস্তায় আরোহী ছাড়াই চলছে বাইক! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

০৬:৪২ পিএম, ফেব্রুয়ারি ৬, ২০২১

গভীর রাতের অন্ধকার রাস্তায় আরোহী ছাড়াই চলছে বাইক! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ শুনেছেন কখনও আরোহী ছাড়াই বাইক চলার কথা! না নিশ্চয়ই। তবে সম্প্রতি এমনি ঘটনা ঘটেছে। রাস্তায় দাঁড় করিয়ে রাখা একটি গাড়ি আচমকাই আরোহী ছাড়াই চলতে শুরু করল। আর এই পুরো ঘটনাটা ক্যামেরা বন্দি হয়। পরে তা সোশ্যাল মিডিয়ায় অম্বর জাইদি নামে একজন পোস্ট করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়। মাত্র ৩০ সেকেন্ডের এই ভিডিও দেখে নেটিজেনদের মুখ থেকে যেন আর কথা সরে না। তাঁরা এককথায় হতবাক এবং বাকরুদ্ধ। অম্বর জাইদির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটি বাড়ির সামনের সরু রাস্তায় দুটি বাইক পরপর পার্ক করা রয়েছে। আচমকাই তার মধ্যে একটি বাইক চলতে শুরু করে। যদিও একটু পরেই একটা টার্নিংয়ে এসে পড়ে যায় গাড়িটি। তার আগে পর্যন্ত গাড়িটি দিব্যি চলছিল। তবে, অবাক করার মত বিষয় হল, ওই বাইকের ধারেকাছে একজন মানুষও ছিলেন না। জাইদি নিজের পোস্টের সঙ্গে লিখেছেন যে, এই ভৌতিক দৃশ্য যদি ক্যামেরায় ধরা না পড়ত, তাহলে কেউ বিশ্বাসই করত না, যে এই ধরনের ঘটনা ঘটাও সম্ভব। https://twitter.com/Amberological/status/1356491128485253120 প্রসঙ্গত উল্লেখ্য, এক সর্বভারতীয় সংবাদসংস্থার মতে এই ঘটনাটি ঘটেছে গুজরাতের কাছাকাছি কোথাও। তবে, এই ধরনের ঘটনা এই প্রথমবার নয়। এই প্রথমবার নয়, যখন নেটিজেনরা চালকবিহীন গাড়িকে রাস্তায় চলতে দেখল৷ ২০২০-র অক্টোবরে সোশ্যাল মিডিয়ার লোকজন এরকম গাড়ি দেখেছিল, সেই গাড়িটিও নিজে নিজেই চলছিল। যার ড্রাইভিং সিটেই কেউ ছিল না৷ সেটা Tesla-র স্বয়ংক্রিয় গাড়িও ছিল না৷ তবে, সেই ভিডিওতে একজন মানুষ পাশের যাত্রীর সিটে বসেছিলেন৷ গোটা গাড়িতেই সে একজনই মানুষ ছিল৷ সূত্রের খবর, ভিডিওটি তামিলনাড়ুর ছিল। যদিও এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাশের সিটে বসে থাকা ব্যক্তিটিই সেলফ ড্রাইভিং কারের সিক্রেট ব্যবহার করে গাড়িটি চালাচ্ছিলেন। যেখানে সেই মানুষটিই স্টিয়ারিং হ্যান্ডেল করছিল ড্রাইভারের পাশের সিট থেকে এবং গাড়িটিতে টু ওয়ে প্যাডেল সিস্টেম ছিল৷