বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বছর শেষের মুখে ভয়ঙ্কর ব্যাঙ্ক ডাকাতি মুম্বইয়ের SBI শাখায়! দুষ্কৃতীদের গুলিতে মৃত ১ কর্মী

০৩:৪৫ পিএম, ডিসেম্বর ৩০, ২০২১

বছর শেষের মুখে ভয়ঙ্কর ব্যাঙ্ক ডাকাতি মুম্বইয়ের SBI শাখায়! দুষ্কৃতীদের গুলিতে মৃত ১ কর্মী

বছর শেষের মুখে ভয়ঙ্কর ব্যাঙ্ক ডাকাতির সাক্ষী রইল মুম্বইয়ের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক শাখায়। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ডাকাতির দৃশ্য। ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে এক ব্যাঙ্ক কর্মী মারা গিয়েছেন বলেও জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। আর ডাকাতির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

ব্যাঙ্কের তরফে পাওয়া সেই ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, SBI-এর দহিসর শাখায় ঢুকে পড়ে মুখোশধারী দুই আগন্তুক। তাদের হাতে বন্দুক। দুষ্কৃতীদের একজন সেই বন্দুক তাক করে রেখেছে কর্মীদের দিকে। জানা গিয়েছে, ডাকাতরা যখন ব্যাঙ্কে ঢুকছিল তখনই তাদের বাধা দিতে চেয়েছিলেন এক ব্যাঙ্ক কর্মী। তখনই তাঁকে লক্ষ্য করে গর্জে ওঠে ডাকাতদের আগ্নেয়াস্ত্র। ব্যাঙ্ক কর্মীটির বুকে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। শেষ পর্যন্ত তাঁকে পেরিয়ে ভিতরে ঢুকে পড়ে ডাকাতরা।

ব্যাঙ্ক সুত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি সরাসরি ব্যংকে কর্মরত ছিলেন না। তিনি ছিলেন চুক্তিভিত্তিক কর্মী। তিনি ব্যাঙ্কের বাইরে ছিলেন। ডাকাতদের বাধা দেওয়ার সময়ই অকালে প্রাণ হারান তিনি। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সিনিয়র পুলিশ অফিসার প্রবীণ পড়োয়াল ও বিশাল ঠাকুর পুলিশ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন।

https://twitter.com/Bhabanisankar02/status/1476424842802970628?s=20

পুলিশের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ বাহিনী। তবে প্রকাশ্য দিনের আলোয় মুম্বইয়ের মতো মহানগরের এক ব্যাঙ্কের এমন দৃশ্য ভাইরাল হতেই তা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। বাণিজ্যনগরীর বুকে এহেন ঘটনায় শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিয়েও ফের প্রশ্ন উঠে গেল।