শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিক্রিবাটা নেই, রাস্তাতেই কান্নায় ভেঙে পড়লেন কটনক্যান্ডি বিক্রেতা! ভিডিও দেখে চোখে জল নেটজনতার

মৌসুমী মোদক

প্রকাশিত: জুন ১৮, ২০২২, ০৫:৩৮ পিএম | আপডেট: জুন ১৮, ২০২২, ১১:৩৮ পিএম

বিক্রিবাটা নেই, রাস্তাতেই কান্নায় ভেঙে পড়লেন কটনক্যান্ডি বিক্রেতা! ভিডিও দেখে চোখে জল নেটজনতার
বিক্রিবাটা নেই, রাস্তাতেই কান্নায় ভেঙে পড়লেন কটনক্যান্ডি বিক্রেতা! ভিডিও দেখে চোখে জল নেটজনতার

রাস্তায় ঘুরে ঘুরে কটন ক্যান্ডি বিক্রি করেই দিন কাটে তাঁর। এভাবেই চলে সংসার৷ কিন্তু চিরকাল তো কারোর সমান যায় না! আজ ভালো কাটলে, কাল খারাপ! ইদানীং সেই কটন ক্যান্ডি বিক্রেতারও বিক্রিবাটা তেমন নেই। ফলে দিন চালানোর মতো রোজগারটুকুও হাতে আসছে না। তাই রাস্তার মাঝেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। সেই ভিডিও দেখে চোখে জল এল নেটিজেনদেরও।

গত মে মাসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিও। ভিডিওটি শেয়ার করেন আসিফ খান নামে এক ব্যক্তি। ইনস্টাগ্রামে ‍‍`theotherelement‍‍` নামক পেজ থেকে সেটি শেয়ার করেন তিনি। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, ভিড়ভাট্টায় ঘেরা রাস্তার মাঝে কটন ক্যান্ডির প্যাকেট বিক্রি করছেন এক ব্যক্তি। কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সেদিন তাঁর ভালো বিকিকিনি হয়নি। তাই একপ্রকার হতাশ তিনি।

কটন ক্যান্ডি বেচেই সংসার চলে তাঁর৷ কিন্তু যদি বিক্রিই না হয় তাহলে কীভাবে দিন গুজরান করবেন তিনি! পরিবারের মুখে কীভাবে তুলে দেবেন খাবার! ভারাক্রান্ত মনে এসব চিন্তাই যেন করছেন তিনি। আর সেই চিন্তাই তাঁর চোখে জল আনছে। ভিডিওতে ক্ষণে ক্ষণে চোখের জল মুছতে দেখা যাচ্ছে ওই বিক্রেতাকে।

এই মুহূর্তই ক্যামেরাবন্দী করেন আসিফ খান। এরপর ইনস্টাগ্রামে তা শেয়ার করে ভিডিওর ক্যাপশনে লেখেন, ‍‍`বাইরে থেকে দেখলে কারও সংগ্রাম স্পষ্ট বোঝা যায় না। তার মানে এই নয় যে তাঁরা মনে মনে কষ্ট পাচ্ছেন না। তাঁদের ভিতরে যে কী চলছে, তা আমরা কেউই বাইরে থেকে বুঝতে পারি না।‍‍`

বলাই বাহুল্য, এই ভিডিও চোখে জল এনে দিয়েছে নেটিজেনদেরও৷ ভিডিওটি যেন দাগ কেটে গিয়েছে সকলেই মনে। জীবনে বেঁচে থাকার লড়াইয়ের প্রকৃত অর্থ কী, তাও যেন বুঝছেন অনেকে।