বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বন্দে ভারত ট্রেনের কামরায় ‍‍`বন্দেমাতরম‍‍`! পড়ুয়ার বাঁশির সুরে মুগ্ধ গোটা নেটদুনিয়া, রইল ভিডিও

মৌসুমী মোদক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২২, ১১:৪৮ এএম | আপডেট: নভেম্বর ১৪, ২০২২, ০৬:০০ পিএম

বন্দে ভারত ট্রেনের কামরায় ‍‍`বন্দেমাতরম‍‍`! পড়ুয়ার বাঁশির সুরে মুগ্ধ গোটা নেটদুনিয়া, রইল ভিডিও
বন্দে ভারত ট্রেনের কামরায় ‍‍`বন্দেমাতরম‍‍`! পড়ুয়ার বাঁশির সুরে মুগ্ধ গোটা নেটদুনিয়া, রইল ভিডিও

দেশে ইতিমধ্যেই চলা শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। গত ১১ নভেম্বর বেঙ্গালুরু থেকে পঞ্চম বন্দে ভারত ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে ভারতের বিভিন্ন রাজ্য থেকে বন্দে ভারত ট্রেন চালানো হয়েছে। যাত্রীদের কাছ থেকে দুর্দান্ত সাড়াও মিলেছে। তবে দক্ষিণ ভারতে এই প্রথম শুরু হল এই ট্রেনের চলাচল।

বেঙ্গালুরুতে এদিন বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের পরই ‘বন্দেমাতরম’ সুরে ট্রেনের কামরা ভরিয়ে তুললেন এক পড়ুয়া। বাঁশিতে ‍‍`বন্দে মারতম‍‍` গানের সুর তুলে সকলকে মাতিয়ে দিলেন দ্বাদশ শ্রেণীর ওই পড়ুয়া। আর তার পারফরম্যান্সের সেই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটি শেয়ার করেছেন রেলওয়ের আধিকারিক অনন্ত রূপাংগুড়ি। আর তাঁর শেয়ারের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। যাতে দেখা যাচ্ছে, অপ্রমেয় শেষাদ্রি নামে এক পড়ুয়া সদ্য উদ্বোধন করা ট্রেনের কামরায় বাঁশি বাজাচ্ছেন। আর তাকে ঘিরে রয়েছেন বেশ কয়েকজন। তাঁদের দেখেই মনে হচ্ছে কিশোরটির বাঁশির সুরে সকলেই মুগ্ধ।

৪৭ সেকেন্ডের ছোট্ট এই ভিডিও ক্লিপটি নেটপাড়ার মন জয় করে নিয়েছে। ইতিমধ্যেই হাজার হাজার ভিউ ছাড়িয়ে গিয়েছে। সঙ্গে লাইকের সংখ্যাও হাজার পেরিয়েছে। ভিডিওটি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। অনেকেই নিজেদের নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ ‍‍`আশ্চর্যজনক!‍‍` বলে কমেন্টও করেছেন।

অন্যদিকে, অনেকে ‘বন্দে ভারত’ ট্রেনটির প্রশংসা করলেও বেশ কিছুজন আবার এই ট্রেন নিয়ে সন্তুষ্ট নন। এক নেটাগরিক লেখেন, ‍‍`বন্দে ভারত উদ্যোগ আমার ভালো লেগেছে। তবে ট্রেনটি দেখতেই ভালো। আসনগুলি আরামদায়ক নয়। বরং এর থেকে শতাব্দীর সাধারণ এসি চেয়ারকার ভালো।‍‍`