শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মাকে কাঁধে বসিয়েই তীর্থযাত্রা! এ যুগের ‘শ্রবণ কুমার’-এর পাশে থাকার আশ্বাস অনুপম খেরের

চৈত্রী আদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২২, ০৪:৫০ পিএম | আপডেট: জুলাই ১৮, ২০২২, ০৩:৪০ এএম

মাকে কাঁধে বসিয়েই তীর্থযাত্রা! এ যুগের ‘শ্রবণ কুমার’-এর পাশে থাকার আশ্বাস অনুপম খেরের
মাকে কাঁধে বসিয়েই তীর্থযাত্রা! এ যুগের ‘শ্রবণ কুমার’-এর পাশে থাকার আশ্বাস অনুপম খেরের

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ বলিউড অভিনেতা অনুপম খের। তিনি প্রায়শই নানান সমাজসেবামূলক কাজকর্মে নিয়োজিত থাকেন। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবর অ্যাকটিভ। কখনও পথ শিশুদের খাওয়ানোর ভিডিও, আবার কখনও তাদের সঙ্গে মর্নিংওয়াকের ভিডিও শেয়ার করেন তিনি। তবে সম্প্রতি একটি ভাইরাল পোস্টকে শেয়ার করে এক ব্যক্তির পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি তাঁর বৃদ্ধা, অন্ধ মাকে নিয়ে তীর্থে বেরিয়েছেন। ব্যক্তির কাঁধে রয়েছে একটি বাঁশের বাঁক। দু’দিকেই রয়েছে দুটি ঝুড়ি। একটি ঝুড়িতে রয়েছে মালপত্র এবং অপর ঝুড়িটিতে বসে রয়েছেন তাঁর বৃদ্ধা মা। ঠিক যেন এই যুগের শ্রবণ কুমার।

ভাইরাল পোস্টটিতে লেখা রয়েছে, “বিগত ২০ বছর ধরে এভাবেই মাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। কৈলাস গিরি ব্রহ্মচারীকে এই যুগের শ্রবণ কুমার বলা যেতে পারে। ৮০ বছরের বৃদ্ধা, অন্ধ মায়ের ইচ্ছাপূরণ করতে গত ২০ বছর ধরে এভাবেই কাঁধে বসিয়ে বিভিন্ন তীর্থ ঘোরাচ্ছেন তিনি।”

সোমবার সকালে সেই পোস্টটিই শেয়ার করেছেন অনুপম খের। একটি ট্যুইট করে তিনি লিখেছেন, “আশা করি ছবিটি সত্যি! যদি কারুর কাছে ওই ব্যক্তির ঠিকানা থাকে তাহলে দয়া করে আমাকে জানাবেন। @anupamcares-এর পক্ষ থেকে ওই ব্যক্তি এবং তাঁর মায়ের সকল তীর্থযাত্রার যাবতীয় খরচ বহন করা হবে।” ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। অনেকেই এই যুগের শ্রবণ কুমারকে কুর্নিশ জানিয়েছেন।