শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দূরপাল্লার ট্রেনে যুক্ত হল ‍‍`বেবি বার্থ‍‍`! ভারতীয় রেলের নয়া উদ্যোগকে সাধুবাদ আনন্দ মাহিন্দ্রার

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ১৭, ২০২২, ০৮:০৭ পিএম | আপডেট: মে ১৮, ২০২২, ০২:০৭ এএম

দূরপাল্লার ট্রেনে যুক্ত হল ‍‍`বেবি বার্থ‍‍`! ভারতীয় রেলের নয়া উদ্যোগকে সাধুবাদ আনন্দ মাহিন্দ্রার
দূরপাল্লার ট্রেনে যুক্ত হল ‍‍`বেবি বার্থ‍‍`! ভারতীয় রেলের নয়া উদ্যোগকে সাধুবাদ আনন্দ মাহিন্দ্রার

যাত্রী সুবিধার্থে সম্প্রতি বড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। সন্তান সহ মায়েদের আরামদায়ক ভ্রমণের জন্য দূরপাল্লার ট্রেনে এবার থেকে যুক্ত করা হয়েছে ফোল্ডেবল ‘বেবি বার্থ’। রেলের এই নয়া উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা৷

বিশ্ব মাতৃ দিবসের দিন লখনউ ডিভিশনের ডিআরএমের তরফে এই বেবি বার্থের ছবি শেয়ার করা হয়েছে। ভারতীয় রেলের তরফে জানা গিয়েছে, আপাতত লখনউ মেইলের একটি বগিতেই এই বিশেষ সুবিধা থাকবে। তবে ‘বেবি বার্থ’য়ের ভাড়া এখনও নির্দিষ্ট হয়নি। তবে এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

অন্যদিকে, রেলের এই নয়া ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন দেশের বিশিষ্ট শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। ট্যুইট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এমন উদ্যোগের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। রেলমন্ত্রীরও নজর এড়ায়নি সেই ট্যুইট৷ তিনিও পাল্টা ট্যুইট করে ধন্যবাদ জানিয়েছেন শিল্পপতিকে।

ট্যুইটারে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা লেখেন, ‍‍`ভারতীয় রেলের এমন উদ্যোগে আমি খুবই খুশি৷ রেলের তরফে এটি মানব কল্যাণমূলক একটি পদক্ষেপ।‍‍` তাই এমন উদ্যোগকে কুর্নিশও জানান শিল্পপতি।

আনন্দ মাহিন্দ্রা’র এই ট্যুইট বার্তা রেলমন্ত্রীর নজরে পড়তেই তিনি সেই ট্যুইট শেয়ার করে লেখেন, ‍‍`ভবিষ্যতে জন্য এমন আরও জনহিতকর পরিকল্পনা সামনে আনতে চলেছে ভারতীয় রেল।‍‍` বলাই বাহুল্য, রেলের এমন নিত্যনতুন উদ্যোগে জনসাধারণ বেশ উপকৃতই হতে চলেছে।