বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল! হুইলচেয়ার নিয়ে বাঞ্জি জাম্পিং ‍‍`বিশেষভাবে সক্ষম‍‍` ব্যক্তির

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৭:১০ পিএম | আপডেট: মে ১৫, ২০২২, ০১:১০ এএম

শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল! হুইলচেয়ার নিয়ে বাঞ্জি জাম্পিং ‍‍`বিশেষভাবে সক্ষম‍‍` ব্যক্তির
শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল! হুইলচেয়ার নিয়ে বাঞ্জি জাম্পিং ‍‍`বিশেষভাবে সক্ষম‍‍` ব্যক্তির

কথায় বলে, ইচ্ছে থাকলেই উপায় হয়৷ ইচ্ছেশক্তি ও মনের জোরে বহু বাধা-বিপত্তি, প্রতিবন্ধকতা কাটিয়ে নানা কঠিন কাজকেই সম্ভব করে ফেলা যায়। এমনকি শারীরিক প্রতিবন্ধকতাও সে পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না! এই কথাই যেন ফের একবার প্রমাণ করলেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি।

হুইলচেয়ারে বসেই কাটে জীবন। একেবারেই হাঁটতে পারেন না। কিন্তু তাই বলে কি জীবনের সখ সৌখিনতাকে বিসর্জন দেবেন? মোটেই না! তাই হুইলচেয়ারকে সঙ্গী করেই নিজের শখপূরণ করে ফেললেন রোহান শিলস নামে বিশেষভাবে সক্ষম সেই ব্যক্তি। যিনি একজন প্যারাট্রিয়াথলিটও বটে!

তাঁর শখটিও কিন্তু খুব সহজ কিছু নয়! এক্কেবারে বাঞ্জি জাম্পিং! যা করার আগে স্বাভাবিক সক্ষম ব্যক্তিকেও দু‍‍`বার ভাবতে হয়! কিন্তু রোহান শিলসের কাছে এ যেন কিছুই নয়! শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে অনায়াসেই তিনি করে দেখালেন বাঞ্জি জাম্পিং। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে এক হাতে হুইলচেয়ার ভরে তাতে ভর দিয়েই হাওয়ায় উড়ে বাঞ্জি জাম্পিং করছেন রোহান। দেখে মনে হচ্ছে, পাখির মতোই যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন তিনি। ভিডিওটি পোস্ট করা হয়েছে, বিউটিফুল ডেস্টিনেশন নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেখান থেকেই জানা গিয়েছে, ভিডিওটি তোলা হয়েছে অস্ট্রেলিয়ায় কেয়ার্নসের একটি স্পোর্টস পার্কে।

এদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই বিপুল সাড়া ফেলেছে। ভিডিওটি দেখে আপ্লুত নেটিজেনরা। প্রত্যেকেই বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তির মানসিক দৃঢ়তা ও সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ।