শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নজিরবিহীন! মাত্র ৫০ টাকায় ‍‍`আনলিমিটেড‍‍` খাবার পরিবেশন করছেন কর্ণাটকের বৃদ্ধ দম্পতি

মৌসুমী মোদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ০৮:২৩ পিএম | আপডেট: এপ্রিল ২৬, ২০২২, ০২:২৩ এএম

নজিরবিহীন! মাত্র ৫০ টাকায় ‍‍`আনলিমিটেড‍‍` খাবার পরিবেশন করছেন কর্ণাটকের বৃদ্ধ দম্পতি
নজিরবিহীন! মাত্র ৫০ টাকায় ‍‍`আনলিমিটেড‍‍` খাবার পরিবেশন করছেন কর্ণাটকের বৃদ্ধ দম্পতি

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে এমন সব কাহিনী ছড়িয়ে পড়ে, যা আমাদের অনুপ্রেরণা যোগায়। তেমনই এক কাহিনী সম্প্রতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কাহিনীর মধ্যমণি কর্ণাটকের এক বৃদ্ধ দম্পতি। যাঁরা দীর্ঘ কয়েক দশক ধরে জনগণের সেবায় নিবেদিত প্রাণ। এই ২০২২ সালে দাঁড়িয়েও মাত্র ৫০ টাকার বিনিময়ে মানুষের মুখে তুলে দিচ্ছেন ‍‍`আনলিমিটেড‍‍` খাবার। তাঁদের এই কাহিনীই মন জয় করেছে নেটনাগরিকদের।

সম্প্রতি হোটেল গণেশ প্রসাদ নামক এই ভোজনশালায় গিয়েছিলেন রক্ষিত রাই নামে একজন ফুড ব্লগার। তিনিই এই কাহিনী তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। বৃদ্ধ দম্পতিকে স্থানীয়রা ডাকেন আজ্জা ও আজ্জি নামে। দোকানটি পরিচিত ‍‍`আজ্জা আজ্জি মানে‍‍` নামে। দম্পতির দুজনেই পরম ভালবাসার সঙ্গে পরিবেশন করেন অফুরন্ত খাবার। স্থানীয়দের কাছে যা বেশ জনপ্রিয়।

ফুড ব্লগারটির ভিডিও থেকেই জানা গিয়েছে, সেই ১৯৫১ সাল থেকে এই ব্যবসাটি চালাচ্ছেন বৃদ্ধ দম্পতি। দোকানটি কর্ণাটকের মণিপালের রাজগোপাল নগর রোডে অবস্থিত। প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৩টে পর্যন্ত খাবার পরিবেশন করেন ওই দম্পতি। সেখানে মাত্র পঞ্চাশ টাকায় পেট ভরা খাবারের স্বাদ নিতে পারেন আপনি। ভাত, রসম, ডাল, পায়সাম, সালাড এবং দই একটি কলার পাতায় ঐতিহ্যবাহী স্টাইলে সাজিয়ে পরিবেশন করেন ওই দম্পতি। আর খাবারের সঙ্গেই বিনামূল্যে পাবেন তাঁদের মুখের উদার হাসি এবং উষ্ণ আতিথেয়তা।

উল্লেখ্য, এই ভিডিও দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। বৃদ্ধ দম্পতির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। ভিডিওটি এখন ভাইরাল নেটমাধ্যমে।