শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

অবাক দৃশ্য! মাঝ সমুদ্রে একাই সি-সার্ফিং করছে পোষ্য কুকুর, ভিডিও দেখে চমকে গেল নেটদুনিয়া

মৌসুমী মোদক

প্রকাশিত: মে ১৭, ২০২২, ০২:০২ পিএম | আপডেট: মে ১৭, ২০২২, ০৮:০২ পিএম

অবাক দৃশ্য! মাঝ সমুদ্রে একাই সি-সার্ফিং করছে পোষ্য কুকুর, ভিডিও দেখে চমকে গেল নেটদুনিয়া
অবাক দৃশ্য! মাঝ সমুদ্রে একাই সি-সার্ফিং করছে পোষ্য কুকুর, ভিডিও দেখে চমকে গেল নেটদুনিয়া

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল কতকিছুই না ভাইরাল হয়ে ওঠে। বিশেষ করে তা যদি পশু-পাখি সংক্রান্ত কিছু হয় তাহলে তো আর কথাই নেই! চোখের পলকেই নেটমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠে তা। সম্প্রতি প্রকাশ্যে এল সেরকমই এক মন ভালো করা ভিডিও। যা নিমেষেই নজর কেড়ে নিল নেটিজেনদের। কী রয়েছে সেই ভিডিওতে?

ভিডিওতে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে সি-সার্ফিং একটি ছোট পোষ্য কুকুর। প্যাডেল-বোর্ডের মধ্যে উঠে একা একা সে সি-সার্ফিং করতে ব্যস্ত। একটুও বেসামাল হওয়া তো দূর তাকে দেখে মনে হচ্ছে যেন বেশ উপভোগ করছে বিষয়টি। ঠিক যেন একজন অভিজ্ঞ সি-সার্ফার সে!

ভিডিওর শুরুতে অবশ্য পোষ্যটির সঙ্গে ছিলেন তার ট্রেনার বা মালিক। তিনিই কুকুরটিকে প্যাডেল-বোর্ডে চড়িয়ে দেন। পোষ্যটিকে এরপর নিজে নিজে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহও দেন। আর পোষ্যটিও বেশ খোশমেজাজে সি-সার্ফিং করতে মজে যায়! দেখে বোঝাই গিয়েছে তাকে বেশ ভালোমতোই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিষয়টিতে।

২৫ সেকেন্ডের ছোট্ট এই ভিডিওটি ‍‍`রিপিংরোজিডগ‍‍` নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তারপরই তা নিমেষে ভাইরাল হয়ে উঠেছে। এখনও পর্যন্ত প্রায় ২০ লাখের কাছাকাছি লাইক ও পাঁচ হাজারের কমেন্ট করা হয়েছে ভিডিওটিতে৷

ভিডিওটি দেখে মন ভরে গিয়েছে নেটিজেনদের। কেউ কেউ মন্তব্য করেছে, ‍‍`এটা আজকের সেরা ভিডিও। এই ভিডিও আমার মন ভালো করে দিয়েছে।‍‍` আসলে ঠিকমতো প্রশিক্ষণ দিলে কুকুর বা যে কোনও পোষ্যই যে অসাধ্যসাধন করতে পারে, এই ভিডিও থেকেই তা বেশ স্পষ্ট!