সোমবার, ০২ অক্টোবর, ২০২৩

মাথায় বনবন করে ঘুরছে ফ্যান, আজব আবিষ্কার সাধুবাবার! দেখে থ‍‍` নেটিজেনরা, রইল ভিডিও

মৌসুমী মোদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০২:৫৫ পিএম | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২, ১০:৫৫ এএম

মাথায় বনবন করে ঘুরছে ফ্যান, আজব আবিষ্কার সাধুবাবার! দেখে থ‍‍` নেটিজেনরা, রইল ভিডিও
মাথায় বনবন করে ঘুরছে ফ্যান, আজব আবিষ্কার সাধুবাবার! দেখে থ‍‍` নেটিজেনরা, রইল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানান মজার ঘটনা ভাইরাল হয়ে থাকে। আর সেই সকল ভাইরাল ভিডিও’র মধ্যে এমন কিছু কিছু উদ্ভট ঘটনা আমাদের সামনে এসে হাজির হয় যা আমরা অনেক সময় কল্পনাও করতে পারিনা। তেমনই এক ঘটনা এবার তুমুল ভাইরাল নেটদুনিয়ায়। যা দেখে তাজ্জব নেটিজেনরাও।

সম্প্রতি গরমের হাত থেকে বাঁচার জন্য এক অভিনব আবিষ্কার করেছেন এক সাধুবাবা। যা দেখে তাবড়-তাবড় বিজ্ঞানীরাও অবাক হতে বাধ্য। মাথায় বাঁধা কাপড়ের উপর পরা হেলমেট। আর সেই হেলমেটের উপর ঝোলানো একটি ফ্যান। যা ঘুরছে বনবন করে। আর সাধুবাবার এই আবিষ্কারই তাক লাগিয়ে দিয়েছে সকলকে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ফ্যান চালাতে সোলার প্যানেল ব্যবহার করছেন সাধুবাবা। হেলমেটে ফ্যানের পাশাপাশি লাগানো রয়েছে সোলার প্লেট। যাতে ফ্যান চালানোর জন্য পর্যাপ্ত শক্তি উৎপাদন হচ্ছে। আর তাতেই ঘুরছে ফ্যানটি।

বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সাধুবাবার ভিডিওটি। গরম থেকে বাঁচার জন্য তাঁর এমন অভিনব উপায়ে তাজ্জব সকলেই। ইতিমধ্যেই কয়েক কোটিবার এই আজব ভিডিও দেখে ফেলেছেন নেটিজেনরা। আর তা দেখে সকলেরই চোখ কপালে।

নেটিজেনরা আবার সাধুবাবাকে মজার মজার নামেও সম্বোধন করেছেন। সাধুবাবা এখন হয়ে উঠেছেন ‍‍`টেকনিক্যাল বাবা‍‍`! অনেকে আবার বলেছেন এই প্রযুক্তি যেন দেশের বাইরে না যায়! এছাড়া আরও মজাদার কমেন্টে ভরে উঠেছে ভিডিওটি৷