শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আহত পাখিকে বাঁচানোর চেষ্টা! ট্যাক্সির ধাক্কায় প্রাণ হারালেন ২ ব্যক্তি, দেখুন হাড়হিম করা ভিডিও

মৌসুমী মোদক

প্রকাশিত: জুন ১১, ২০২২, ০২:৩৮ পিএম | আপডেট: জুন ১১, ২০২২, ০৮:৩৮ পিএম

আহত পাখিকে বাঁচানোর চেষ্টা! ট্যাক্সির ধাক্কায় প্রাণ হারালেন ২ ব্যক্তি, দেখুন হাড়হিম করা ভিডিও
আহত পাখিকে বাঁচানোর চেষ্টা! ট্যাক্সির ধাক্কায় প্রাণ হারালেন ২ ব্যক্তি, দেখুন হাড়হিম করা ভিডিও

আহত একটি পাখিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই ঘটে গেল ভয়ঙ্কর বিপদ। রাস্তার মাঝেই করুণ পরিনতির সম্মুখীন হলেন দুই ব্যক্তি। পাখিটিকে বাঁচাতে গিয়ে ট্যাক্সির ধাক্কায় নিজেরাই বেঘোরে হারালেন প্রাণ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বান্দ্রা-ওরলি সি লিঙ্ক ধরে মালাড যাচ্ছিলেন ব্যবসায়ী অমর মণীশ জরিওয়ালা। সঙ্গে ছিলেন গাড়ি চালক শ্যামসুন্দর কামাট। ওই সি লিঙ্কের রাস্তার উপরই আচমকা আহত একটি পাখিকে দেখতে পান ব্যবসায়ীটি। সঙ্গে সঙ্গে পাখিটিকে সাহায্য করার আশায় গাড়িচালককে গাড়ি দাঁড় করাতে বলেন তিনি।

সি লিঙ্কের রাস্তা এমনিতেই ব্যস্ততম। সে সময় আবার পাশ দিয়ে দ্রুতগতিতে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছিল। সেই গাড়িগুলিকে সাবধানে কাটিয়ে যখনই দু‍‍`জনে আহত পাখিটির কাছে পৌঁছেছিলেন তখনই ঘটে গেল ভয়ঙ্কর ওই দুর্ঘটনা।

ওই সময় দ্রুতগতিতে একটি ট্যাক্সি ছুটে আসে অমর এবং তাঁর গাড়িচালকের দিকে। গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে তাঁরা দু‍‍`জনে আর সরে যাওয়ার সুযোগ পাননি। ফলে সোজা দু‍‍`জনের গায়ে গিয়ে ধাক্কা মারে ট্যাক্সিটি। প্রায় পাঁচ ফুট শূন্যে উঠে ১০ ফুট দূরে গিয়ে গার্ডরেলে আছড়ে পড়েন অমর জরিওয়ালা এবং তাঁর গাড়িচালক শ্যামসুন্দর।

খবর পেয়ে এরপরই তাঁদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই অমরকে মৃত বলে ঘোষণা করেন। আর তার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় শ্যামসুন্দরেরও।

ঘটনার জেরে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে ইতিমধ্যেই রবীন্দ্রকুমার জয়সওয়ার নামে ওই ট্যাক্সিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা।