শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ভারতীয় দলে রাহানের ভবিষ্যৎ কী? দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় আপডেট দিলেন বিরাট কোহলি

০৮:০৪ পিএম, ডিসেম্বর ৬, ২০২১

ভারতীয় দলে রাহানের ভবিষ্যৎ কী? দক্ষিণ আফ্রিকা সফরের আগে বড় আপডেট দিলেন বিরাট কোহলি

জাতীয় টেস্ট ক্রিকেট দলে বিরাট কোহলির ডেপুটি তিনি। কোহলির অবর্তমানে টেস্ট দলের নেতৃত্ব ভার ওঠে তাঁরই। সেই অজিঙ্ক্য রাহানেই ব্যাট হাতে দীর্ঘদিন ধরে নিজের চেনা ছন্দে নেই। গত দুই বছরে তেমন উল্লেখযোগ্য কোনও পারফরম্যান্সই নেই তাঁর। শেষ ১৬টি টেস্টে রাহানের গড় মাত্র ২৪.৩৯। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টেও দুই ইনিংস মিলিয়ে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ৩৯ রান। এরপর বাঁ-পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মুম্বই টেস্ট থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। ফলত ভারতীয় দলে তাঁর ভবিষ্যৎ আদৌ কী, সেই নিয়ে বেশ প্রশ্ন উঠে গিয়েছে।

সামনেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারতীয় দল। সেই দলে রাহানে দলে রাখা হবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে বিরাটের ডেপুটি হিসেবে দেখা যেতে পারে রোহিত শর্মাকে৷ সেক্ষেত্রে হয়তো দলে জায়গায়ই পাবেন না বর্তমান টেস্ট সহ অধিনায়ক। সত্যিই তাই ঘটবে? এই বিষয়ে এবার মুখ খুললেন স্বয়ং বিরাট কোহলি। রাহানেকে নিয়ে বড় আপডেট দিলেন তিনি।

সদ্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের পরই কোহলি জানান, "আমরা রাহানের ফর্ম নিয়ে বিচার করতে পারি না। কেউই কারোর ফর্ম বিচার করতে পারে না। কারণ একমাত্র সেই প্লেয়ারই জানে তাকে কীভাবে খেলতে হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, অতীতে যেসব ক্রিকেটারদের কঠিন পরিস্থিতিতে তাঁদের পারফরম্যান্স দলের উপর প্রভাব ফেলেছে, তাদের সকলের সঙ্গেই আমাদের সমর্থন থাকবে। আমরা এমন কোনও পরিবেশ তৈরি করি না, যেখানে কাউকে চাপে থাকতে হয়। কাউকে ভাবতে হয় এরপর কী হবে!"

পাশাপাশি কোহলি আরও বলেন, "আমরা জানি যে মাঠে একজন ক্রিকেটার কতটা কঠোর পরিশ্রম করেন। এরকম অনেকেই আছেন, যারা প্রশংসা করার পরই কোনও প্লেয়ারের মাথা কেটে নিতে চাইবে। কিন্তু এসবে আমাদের কোনও প্রতিক্রিয়া নেই। ভবিষ্যতে থাকবেও না। আমরা কোনও ক্রিকেটারের কঠিন পরিস্থিতিতেও তাকে সমর্থন করব। সে অজিঙ্ক্যই হোক বা যে কেউ। বাইরের কথাবার্তার উপর আমাদের সিদ্ধান্ত নির্ভরশীল নয়।"

উল্লেখ্য, শীঘ্রই দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্যে সে দেশে উড়ে যাবে ভারতীয় দল। ৮ বা ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিমান ধরার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-২০ সিরিজ খেলবেন বিরাট-রোহিতরা। এবার কোহলির কথা থেকে এটা স্পষ্ট যে, নেলসন ম্যান্ডেলার দেশে টেস্ট সিরিজে রাহানে ফের হয়তো বাইশ গজে নামতে দেখা যাবে।