শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মোদীর কলকাতায় ব্রিগেডের সভার দিন শিলিগুড়িতে মমতার পদযাত্রা

০৬:১১ পিএম, মার্চ ৩, ২০২১

মোদীর কলকাতায় ব্রিগেডের সভার দিন শিলিগুড়িতে মমতার পদযাত্রা

বংনিউজ২৪x৭ডিজিটাল ডেস্কঃ ভোটের দিন ঘোষণা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আট দফায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক প্রচার-প্রস্তুতিতে ব্যস্ত।

এদিকে ভোটের আগে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ৬ তারিখ অর্থাৎ শনিবার শিলিগুড়িতে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। এরপর ৭ মার্চ শহরে পদযাত্রা করবেন তিনি। আবার সেদিনই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। এদিকে, যেদিন উত্তরবঙ্গে ভোটের প্রচারে ব্যস্ত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন আবার কলকাতায় ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই ব্রিগেডের জনসভা নিয়েও বিজেপির প্রস্তুতি তুঙ্গে।

উল্লেখ্য, এর আগে যখন ভোটের দিন ঘোষণা হয়নি, সেসময় ফেব্রুয়ারি মাসের গোড়ায়, ৪ দিনের সফরে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করে, বঙ্গরত্ন পুরষ্কার প্রাপকদের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। ফেব্রুয়ারির উত্তরবঙ্গ সফরে একাধিক প্রশাসনিক এবং দলীয় বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছে তৃণমূলের। দার্জিলিং-সহ সবকটি আসনেই জয় পেয়েছিল বিজেপি। তাই এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের ধারণা, একুশের বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া রাজ্যের শাসকদল। আর সেই জন্যই দলের কর্মীদের চাঙ্গা করতেই, মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন।