বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সেনা কপ্টার দুর্ঘটনার ‘দুঃসংবাদ’ পেয়ে মাঝপথেই বৈঠক থামালেন মুখ্যমন্ত্রী!

০৪:৪০ পিএম, ডিসেম্বর ৮, ২০২১

সেনা কপ্টার দুর্ঘটনার ‘দুঃসংবাদ’ পেয়ে মাঝপথেই বৈঠক থামালেন মুখ্যমন্ত্রী!

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার মুখে পড়ল সেনা কপ্টার। এই কপ্টারে ছিলেন CDS বিপিন রাওয়াত তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ব্রিগেডিয়ার পদমর্যাদার আধিকারিক-সহ কয়েকজন। ইতিমধ্যেই বেশ কয়েকজনের জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এদিকে, এই খারাপ খবর পাওয়া মাত্রই মাঝপথেই প্রশাসনিক বৈঠক থামালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘দুঃসংবাদটা পেয়ে মন খারাপ হয়ে গেল। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু এত বড় দুঃসংবাদ এল।’

https://twitter.com/MamataOfficial/status/1468514745523179521

বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তামিলনাড়ুর কুন্নুরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে সেনা চপারটি। সেই চপারে ছিলেন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ মোট ১৪ জন। সেই খবর এসে পৌঁছতেই মালদহের প্রশাসনিক বৈঠক থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। পরে টুইট করেও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

এদিন এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা আধিকারিকদের কাছে তামিলনাড়ুর আবহাওয়ার পরিস্থিতি জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়েও প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। এরপরই বলেন, ‘বড়সড় দুঃসংবাদ এল। মনটা খারাপ হয়ে গেল। কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারব না।’ বৈঠকে আরও কিছু আলোচনা করার ছিল বলেও জানান তিনি। তবে, এমন পরিস্থিতিতে বৈঠক চালিয়ে যেতে চাননি মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘পাহাড়ি এলাকায় কপ্টার খুব বিপজ্জনক।’

এদিকে কেন এই সেনা কপ্টার ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন সস্ত্রীক সুলুর গিয়েছিলেন বিপিন রাওয়াত। ওই অঞ্চলের আবহাওয়া বিশেষ ভালো ছিল না। সেক্ষেত্রে কেন এই পদাধিকারীকে কপ্টারে বসানো হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। গুরুতর আপাতত বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিনের ঘটনায় সুরক্ষার কোনও খামতি ছিল কিনা, ঠিক কী ঘটেছিল এদিন, সেই যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

https://twitter.com/ANI/status/1468498247261966336

এদিকে আজকের এই দুর্ঘটনার পর বিপিন রাওয়াতের আরোগ্য কামনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। লেখেন, ‘চপারে থাকা সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করি, সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং চপারে থাকা অন্যান্য সেনাকর্তারা সুস্থ আছেন।’

https://twitter.com/RahulGandhi/status/1468502941745229829