শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ডিসেম্বরের এই তারিখ পর্যন্ত রাজ্যে বাড়ল করোনার বিধিনিষেধ! দেখে নিন এক নজরে

০৯:১৯ পিএম, নভেম্বর ৩০, ২০২১

ডিসেম্বরের এই তারিখ পর্যন্ত রাজ্যে বাড়ল করোনার বিধিনিষেধ! দেখে নিন এক নজরে

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ করোনা এখনও দেশ থেকে বিদায় নেয়নি। তার মধ্যেই ধীরে ধীরে ছন্দ ফেরার চেষ্টা করছে গোটা দেশ। এর মাঝেই ফের চোখ রাঙাচ্ছে করোনার নয়া প্রজাতি ওমিক্রন। ওমিক্রন নিয়ে আতঙ্কের কারণেই আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ বহাল রাখল রাজ্য সরকার৷ বজায় থাকছে রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ সংক্রান্ত বিধিও ৷ এ দিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়েই এ কথা জানানো হয়েছে৷

অন্যদিকে, করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন সংক্রমণ রুখতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে৷ রাজ্যের তরফেও জারি করা হয়েছে সতর্কতা৷ যে দেশগুলিতে ওমিক্রন সংক্রমণের ঝুঁকি বেশি, সেই দেশগুলি থেকে কলকাতায় এলেই আরটি পিসিআর টেস্ট করানোর নির্দেশিকাও জারি করা হয়েছে৷ রাজ্য সরকারের পক্ষ থেকেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত এগারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরনো যাবে না। এর সঙ্গে বিভিন্ন অফিসেও সঠিকভাবে করোনাবিধি মেনে চলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে৷ অফিসের ভিতরে নিয়মিত জীবানুনাশের কাজও করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে৷

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারের জারি করা বিধিনিষেধ না মানলে অভিযুক্তদের বিরুদ্ধে মহামারি আইন এবং ভারতীয় দণ্ডবিধি মেনে কঠোর পদক্ষেপ করতে বলা হয়েছে৷ উল্লেখ্য, ভারতে এখনও পর্যন্ত ওমিক্রনে ভ্যারিয়েন্টে আক্রান্ত কোনও করোনা রোগীর খোঁজ মেলেনি৷ কিন্তু কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র এবং রাজ্য সরকার৷ কেন্দ্রীয় সরকারের তরফেও ইতিমধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার নির্দেশিকা জারি করা হয়েছে।