শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

দেরিতে বর্ষা প্রবেশ করলেও, ভারী বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলায় জারি লাল সতর্কতা?

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৪:৩৫ পিএম | আপডেট: জুন ২১, ২০২৩, ১২:৩৫ পিএম

দেরিতে বর্ষা প্রবেশ করলেও, ভারী বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলায় জারি লাল সতর্কতা?
দেরিতে বর্ষা প্রবেশ করলেও, ভারী বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলায় জারি লাল সতর্কতা?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রতীক্ষার অবসান হয়েছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ১৯ জুন প্রবেশ করেছে বর্ষা। এবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উনিশে জুন বর্ষা ঢুকেছে কলকাতা শহর-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে। এবার বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু।

গত ১২ জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তার পর মালদার উপরে তার অবস্থান ছিল ১৮ জুন পর্যন্ত। এবার উত্তরবঙ্গে ৫ দিন দেরিতে বর্ষা প্রবেশ করেছে। এদিকে, দক্ষিণবঙ্গের কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১১ জুন। কিন্তু এক্ষেত্রেও দেরি হয়েছে। অবশেষে কলকাতায় বর্ষার প্রবেশ হল আট দিন পর, ১৯ জুন। বুধবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, কলকাতা, দুই মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে।

এদিকে, দেরিতে প্রবেশ করলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে হয়য়ে চলেছে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে অত্যন্ত বেশি পরিমাণে বৃষ্টি হয়য়ে চলেছে। আজ উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় আজ লাল সতর্কতা জারি কড়া হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং এবং দুই দিনাজপুর জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে আগামী ২৩ জুন বজ্রপাতের সম্ভবনা রয়েছে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ল্যান্ড স্লাইড হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী ২২ জুনের পর বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। ২৩ জুন থেকে যদিও মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, জানা যাচ্ছে, তিস্তা- তোর্সা- জলঢাকায় বেড়ে যেতে পারে জলস্তর। কমতে পারে দৃশ্য়মানতা, ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মালদহ, নদিয়া, উত্তর ও দক্ষিণ পরগনা ও বাঁকুড়া জেলায় আগামী দু-ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। সোমবারই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছিল। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি একটু বেশি হবে ২২ এবং ২৩ তারিখ। অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার।