শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

সপ্তাহ শেষে জেলায় জেলায় বাড়বে ঝড়-বৃষ্টি! কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ০৯:৩৫ এএম | আপডেট: জুন ২৩, ২০২৩, ০৫:৩৫ এএম

সপ্তাহ শেষে জেলায় জেলায় বাড়বে ঝড়-বৃষ্টি! কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?
সপ্তাহ শেষে জেলায় জেলায় বাড়বে ঝড়-বৃষ্টি! কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বর্ষা প্রবেশ করে গেছে রাজ্যের বেশিরভাগ অংশে। জেলায় জেলায় হচ্ছে স্বস্তির বৃষ্টি। কিন্তু বাজ পড়ে মৃত্যু নিয়ে আশঙ্কা ও উদ্বেগে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভবনা রয়েছে। ফলে সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

কলকাতাতেও হচ্ছে স্বস্তির বৃষ্টি। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারও শহর কলকাতায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সকাল থেকেই আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ।

এদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে। দক্ষিণবঙ্গের আরও কিছু অংশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। ফলে বৃষ্টি হবে জেলায় জেলায়। শনি এবং রবিবার বাড়তে পারে বৃষ্টি। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের আংশিক অংশে এখনও মৌসুমী বায়ু প্রবেশ করেনি। তবে, বৃষ্টি হলেও কমছে না গরম। এর কারণ হিসাবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকবে। কারণ বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বর্তমানে অনেকটাই বেশি। আর সেই জন্যই অস্বস্তি যাচ্ছে না।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশের কারণে একটানা বৃষ্টিপাত চলছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, হিমালয় সংলগ্ন পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাত কিছুটা হলেও কমবে। শনিবার থেকে উত্তরবঙ্গে হাওয়া বদলের একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দিন থেকে স্বাভাবিক হবে বৃষ্টি।

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বাজ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের। প্রয়োজনে ‘দামিনী’ অ্যাপ ডাউনলোড করে বজ্রপাতের সম্ভাবনা দেখে বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সতর্কতা থাকলে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে, উত্তরবঙ্গের মতো ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কমই।